SCORE

সর্বশেষ

সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী মুশফিক

রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বহুল প্রত্যাশিত টেস্ট সিরিজ। দুই ম্যাচের এই টেস্ট সিরিজে জয়ের লক্ষ্যেই খেলতে নামবে বাংলাদেশ- এমনই জানিয়েছেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম। শুধু তাই নয়, মুশফিকের বিশ্বাস- নিজেদের সেরাটা দিলে ২-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সামর্থ্যও রাখে টাইগাররা।

শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, অস্ট্রেলিয়াকে ০তে হারানোর সামর্থ্য আছে আমাদের গত দুই বছরে আমরা ভালো ক্রিকেট খেলেছি নিজেদের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছি কয়েক মাস আগে শ্রীলঙ্কায় গিয়ে লঙ্কানদের বিপক্ষে নিজেদের শততম টেস্টে জয় পেয়েছি তার মানে, আমাদের জেতার মতো শক্তি আছে

Also Read - সাকিব, তামিমের মন্তব্যে বিস্মিত স্মিথ

নিজেদের বোলিংয়ের উপর আস্থা প্রকাশ করে ব্যাটিং-বোলিং দুইয়ের সমন্বয়ে ভালো ক্রিকেটের আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ অধিনায়ক, এখানে আমরা খেলব হোম কন্ডিশনে যদিও টানা বৃষ্টিতে উইকেট তৈরির কাজটা বিঘ্নিত হয়েছে উইকেটের চরিত্র নিয়ে তাই কিছুটা ধোয়াটে অবস্থা আছে তবে আমার মনে হয়, আমাদের যে শক্তির জায়গাগুলো আছে; সেগুলোর সঠিক প্রয়োগ ঘটাতে পারলে অবশ্যই জেতা সম্ভব আমি মনে করি, আমাদের বোলিংটা বেশ ভালো শুধু স্পিন ডিপার্টমেন্ট নয়, পেস বোলিংটাও ভালো ব্যাটিংয়ে বেশ কয়েজন স্কিলড ব্যাটসম্যান আছে এখন জায়গামতো সামর্থ্যের সঠিক প্রয়োগ ঘটাতে পারলেই সাফল্যের দেখা মিলবে

অতিত পরিসংখ্যানে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও হার মানার মানসিকতা নেই বাংলাদেশেরও। মুশফিক বরং দুই দলকেই রাখছেন একই পাল্লায়,

দুই দলের শক্তির ভারসাম্য ৫০/৫০ লায়ন, হ্যাজেলউড কামিন্সকে সামলানোর মতো ব্যাটসম্যান আমাদের আছে তবে অস্ট্রেলিয়া পেশাদার দল যারা সহজে হার মানতে চায় না সেই দলের সঙ্গে ঘরের মাঠে আমাদের এগিয়ে থাকার জায়গা হচ্ছে অভিজ্ঞতা আমার মতে, আমরা অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

মুশফিকের চোখে রিয়াদই সাকিবের বিকল্প

‘এই সময়টায় ফেইসবুকে কম যাওয়ার চেষ্টা করি’

মুশফিককে নিয়ে বোর্ড সভাপতির উল্টো দাবি!

বোলিংয়েই সব মনোযোগ তাইজুলের