SCORE

সর্বশেষ

স্মিথদের ধন্যবাদ জানালেন মুশফিক

Mushfiqur-Smith-Trophy

২০১৫ সালে ঈদুল আযহা শেষে দেশবাসী যখন আড়মোড়া ভাঙছেন, তখন হুট করে জানানো হল- বাংলাদেশ সফরে আসছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিএ-এর এমন হটকারি সিদ্ধান্তে বেশ অবাক হয়েছিল বিসিবি। এরপর কয়েক দফায় অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের ব্যাপারে আলাপ হয়েছে দুই পক্ষের মধ্যে। দুই বছর পিছিয়ে অবশেষে সবকিছু চূড়ান্ত হয়ে গেলেও বাঁধ সাধে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সাথে বোর্ডের দ্বন্দ্ব। একটা সময় মনে হয়েছিল, এবারও বুঝি ভেস্তে যাচ্ছে দুই দলের সিরিজ! তবে নিজেদের মধ্যে সমঝোতা করে অবশেষে বাংলাদেশ সফরে এসেছেন স্মিথ-ওয়ার্নাররা।

আর এজন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। শনিবার সংবাদ সম্মেলনে আলাপকালে স্মিথের দলকে ধন্যবাদ জানান তিনি।

Also Read - লায়নকে হুমকি মানছেন মুশফিক

মুশফিক বলেন, ‘আমরা ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ দিতে চাই। কারণ তারা এসেছে। তারা না এলে দুটা টেস্ট আমরাদের কম খেলা হতো। তাদের আসাটা বাংলাদেশের ক্রিকেট দর্শকদের জন্যও অনেক আনন্দের ব্যাপার।’

দিনকে দিন ক্রমশ উন্নতি করা বাংলাদেশ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো একটি সিরিজই উপহার দিতে পারবে বলে সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন মুশফিক, ‘গত আড়াই বছর আমরা ভালো খেলার এবং ভালো একটা দল দাঁড় করানোর জন্য চেষ্টা করছি। খেলার সময় যাতে আমরা কাজটা ঠিকঠাকমত করতে পারি। আশা করি বিশ্ব ক্রিকেট খুব ভালো একটা সিরিজ পেতে যাচ্ছে।’

টেস্টে দল চাপে পড়লেই মুশফিকের ভালো খেলার একটা অদ্ভুত রীতি আছে। এর পেছনে কোনো রহস্য আছে কি? মুশফিক জানালেন উত্তর, রহস্য তো তেমন কিছু নয় সবাই চেষ্টা করে ভালো খেলার শুধু আমি নই, আমাদের তো আরও ব্যাটসম্যান আছে সবাই প্রয়োজনের সময় দলের জন্য অবদান রাখতে চায় দুই টেস্টে পুরো ম্যাচ খেলতে পারলে, অন্তত চারটা ইনিংস পাবো চেষ্টা করবো যতোটা সম্ভব ভালো খেলতে এবং দলকে ভালো নেতৃত্ব দিতে

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

মুশফিকের চোখে রিয়াদই সাকিবের বিকল্প

‘এই সময়টায় ফেইসবুকে কম যাওয়ার চেষ্টা করি’

মুশফিককে নিয়ে বোর্ড সভাপতির উল্টো দাবি!

বোলিংয়েই সব মনোযোগ তাইজুলের