SCORE

Trending Now

হারের জন্য দ্বন্দ্বকে দুষছেন না ওয়ার্নার

Share Button

বাংলাদেশের কাছে সিরিজের প্রথম টেস্টে ২০ রানের লজ্জাজনক হারের পেছনে অস্ট্রেলিয়ান বোর্ডের সাথে খেলোয়াড়দের দ্বন্দ্বকে কারণ হিসেবে দেখছেন না দলটির সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

"বাংলাদেশে ওয়ার্নারের বড় রান দরকার"

বাংলাদেশ ঢাকা টেস্ট জেতার পরপরই অস্ট্রেলিয়ান গণমাধ্যমে শুরু হয় এ নিয়ে আলোচনা-সমালোচনা। বেশিরভাগ গণমাধ্যমেই ফলাও করে প্রচার করা হয়েছে সিরিজ শুরুর আগে চলা দেশটির বোর্ড ও ক্রিকেটারদের মধ্যকার দ্বন্দ্ব।

Also Read - ফিক্সিংয়ের অপরাধে সার্জিল খানের পাঁচ বছরের নিষেধাজ্ঞা

দেশটির ক্রিকেট বোদ্ধা ও বিশ্লেষকরা মনে করছেন, বোর্ডের সাথে সমঝোতায় যেতে না পেরে স্মিথ-ওয়ার্নাররা যে ‘বেকার’ অবস্থাতে ছিলেন, তাতে যথেষ্ট প্রস্তুতি নিতে পারেনি অজিরা। এছাড়াও বোর্ড-খেলোয়াড় বিরল দ্বন্দ্বে দেশটির ক্রিকেটে যে টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছিল, সেটারও একটি নেতিবাচক প্রভাব হিসেবে অস্ট্রেলীয় ক্রিকেটারদের বাজে মানসিকতা ঢাকা টেস্টে কাজ করেছে বলে মনে করছেন অনেকে।

তবে গণমাধ্যমের এমন দাবি মানতে নারাজ ওয়ার্নার। তিনি বলেছেন, বাংলাদেশকে মোকাবেলা করার জন্য অস্ট্রেলিয়ার প্রস্তুতির কোনো কমতি ছিল না।

সমঝোতা চুক্তি ও এ নিয়ে বিবাদমান দ্বন্দ্ব খেলায় কোনো প্রভাব ফেলেনি জানিয়ে ওয়ার্নার বলেন, ‘আমাদের প্রস্তুতি কিংবা মানসিকতায় এমওইউ (সমঝোতা চুক্তি) কোনো ভূমিকা রেখেছে বলে মনে করি না।’

বাংলাদেশ সফরে আসার আগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা প্রস্তুতি ক্যাম্প করেছিল ডারউইনে। ওয়ার্নারের দাবি, সেখানে বেশ ভালো সময় কেটেছে তাদের। অবশ্য বাংলাদেশে পা রাখার পর অজিরা একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও পরবর্তীতে তাদের অনীহা প্রকাশে মাঠে গড়ায়নি তা।

ওয়ার্নার বলেন, ‘ডারউইনে আমরা দারুণ সময় কাটিয়েছি। সমস্যা কাটিয়ে উঠতে তাদের আতিথেয়তা ছিল একেবারেই আলাদা।’

গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অস্ট্রেলিয়ার ক্রিকেটে দেখা দেয় মারাত্মক দুর্যোগ। বেতন-ভাতা সংক্রান্ত কারণে দেশটির ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া- সিএ’র সাথে খেলোয়াড়েরা শুরু করেন আন্দোলন। দীর্ঘ টানাপড়েন শেষে অবশ্য নমনীয় হয় ক্রিকেট বোর্ড, তবে বিশ্বের অন্যতম প্রভাবশালী ক্রিকেট বোর্ডে ভেতর এমন আচরণ অবাক করেছে পুরো ক্রিকেট দুনিয়াকেই।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

অবশেষে জয়ের দেখা পেল ইংল্যান্ড

আইসিসির অনুমতি পেল পার্থ স্টেডিয়াম

অজিদের সহকারী কোচের ভূমিকায় পন্টিং

র‍্যাংকিংয়ে পরিবর্তন দিয়ে শেষ হল অ্যাশেজ

পন্টিংকে কোচ বানাল ডেয়ারডেভিলস

Leave A Comment