SCORE

সর্বশেষ

২০১৯ বিশ্বকাপে ভারতকে ফিল্ডিংয়ে সেরা বানাতে চান শাস্ত্রী


ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী চান ২০১৯ বিশ্বকাপে ভারতের ফিল্ডিং হবে সবচেয়ে সেরা। তাই খেলোয়াড়দের ফিটনেসের দিকে অধিক নজর দিচ্ছেন রবি শাস্ত্রী।

ভারতীয় দলের প্রধান নির্বাচক এমএসকে প্রাসাদের কথাই যেন প্রতিধ্বনিত হলো রবি শাস্ত্রীর কণ্ঠে। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের স্কোয়াড ঘোষণার সময় প্রাসাদ জানিয়েছেন ২০১৯ বিশ্বকাপের স্কোয়াড নির্বাচনে মূল মাপকাঠি হবে খেলোয়াড়দের ফিটনেস। নির্বাচক ও কোচের এমন মন্তব্যে বোঝাই যায়, এখন থেকে ফিট থাকাকেই সবচেয়ে গুরুত্বের সাথে দেখবেন ভাওরতের ক্রিকেটাররা।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেন, “২০১৯ সালের বিশ্বকাপে ভারত যখন ফিল্ডিং করতে নামবে তখন আমাদের নিশ্চিত করতে হবে বিশ্বের সেরা ফিল্ডিং একাদশ নিয়ে নামবে। দলের সবচেয়ে ফিট ক্রিকেটাররাই টিকে থাকবে এবং তারাই অগ্রাধিকারের খাতায় শুরুর দিকে থাকবে।”

Also Read - ভীতি ছড়াতে চেষ্টা করবেন কামিন্স

সম্প্রতি শেষ হওয়া টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ তে সিরিজ জিতেছে ভিরাট কোহলিরা। ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে ফতুল্লায় টেস্ট বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ভারত টানা আটটি সিরিজ জিতেছে।  অনিল কুম্বলের পর প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন রবি শাস্ত্রী। শাস্ত্রীর হাত ধরে শুরুটা ভালোই হয়েছে ভারতের। শাস্ত্রীর মূল ভাবনায় ২০১৯ বিশ্বকাপ।

তিনি বলেন, “বিশ্বকাপকে তো সম্মান দিতেই হয়।সেটাই যদি লক্ষ্য হিসেবে থাকে তাহলে ভারতকে তাদের পূর্ণ শক্তি দিয়ে খেলতে হবে।”

টেস্টে এমন সাফল্য অব্যহত রাখতে চান শাস্ত্রী। তবে তার মতে টেস্টে সাফল্যের লক্ষ্য ও বিশ্বকাপের লক্ষ্য সম্পূর্ণই আলাদা। তবে দুই ক্ষেত্রেই লক্ষ্য পূরণে চাই ভারতের ক্রিকেটারদের প্রত্যয়।

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়শ ছিল ভারতের জন্য দেশের বাইরে প্রথম কোনো তিন বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ। লঙ্কানদের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স ও ক্রিকেটারদের প্রচেষ্টা নিয়ে বেশ খুশি শাস্ত্রী। বেশ গুরুত্ব দিচ্ছেন দলের শৃঙ্খলাতেও।

রোববার থেকে শুরু হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ডাম্বুলায়।

-আজমল তানজীম সাকির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম 

Related Articles

আইপিএল: প্লে-অফের শেষ দল রাজস্থান রয়্যালস

“কথা দিয়ে ক্রিকেট হয় না”

“চেষ্টা করেছি সম্ভাব্য সেরা দলটা গঠন করতে”

দিল্লির দুর্দান্ত পারফরম্যান্সে থমকে গেলো মুম্বাই

২৯ মে দেরাদুন যাচ্ছে বাংলাদেশ