SCORE

সর্বশেষ

অধিনায়কের কাঠগড়ায় ব্যাটিং ব্যর্থতা

জমজমাট ঢাকা টেস্ট অসাধারণ নৈপুণ্যে জিতলেও চট্টগ্রাম টেস্টে এসে আবারও ধরা পড়েছে পুরনো ‘নাজুক’ বাংলাদেশ। কয়েকটি সেশনে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও সিরিজের শেষ টেস্টে সেভাবে লড়াই করতে পারেনি বাংলাদেশ। যার কারণে বরণ করে নিতে হয়েছে ৭ উইকেটের পরাজয়।

অধিনায়কের কাঠগড়ায় ব্যাটিং ব্যর্থতা

ম্যাচে শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম কাঠগড়ায় দাঁড় করান দলের ব্যাটিং ব্যর্থতাকেই।

Also Read - লায়নের রেকর্ডময় সিরিজ

মুশফিক বলেন, ‘প্রথম ইনিংসে উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। আমরা হেঁয়ালিভাবে কিছু উইকেট হারিয়েছি। প্রথম ইনিংসে আমাদের ৩৫০-৪০০ রান করা উচিত ছিল। করতে পারিনি বলেই হেরেছি।’

চট্টগ্রাম টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক নাথান লায়নের প্রশংসা করে মুশফিক বলেন, ‘লায়ন অসাধারণ বল করেছে। অসমান তলে বাউন্স পেয়েছে, আমাদের ফ্রি বল দেয়নি। (প্রতিপক্ষের) অন্য বোলাররাও আঁটসাঁট বল করেছে।’

এই সিরিজ দলকে অনেক কিছু শিখিয়েছে উল্লেখ করে মুশফিক বলেন, ‘এরকম পরিস্থিতি আবার আসলে আমরা এখানের শিক্ষা নিয়ে খাপ খাওয়াতে পারবো। এটা দলীয় খেলা, কিন্তু হাতেগোনা কয়জন ভালো খেলেছে। দুঃখজনকভাবে অনেকে ভালো করতে পারেনি। টেস্টে এটি হতেই পারে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ শেষ করার পর এখন বাংলাদেশের পরবর্তী মিশন দক্ষিণ আফ্রিকা সফর। এই মিশনে যাওয়ার আগে বাংলাদেশকে কিছু ত্রুটি সংশোধন করতে হবে বলে মনে করছেন তিনি।

মুশফিক বলেন, ‘হারি বা জিতি, উন্নতির বেশ কিছু জায়গা রয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে পরিবেশ ভিন্নরকম হবে এবং আমাদের খাপ খাওয়াতে হবে, নতুন পরিকল্পনা করতে হবে ও সেটি কাজে লাগাতে হবে। সাকিব এবং তামিমের উপস্থিতি দলের জন্য ইতিবাচক, মুস্তাফিজও প্রথম ইনিংসে ভালো বল করেছে। আশা করি দক্ষিণ আফ্রিকায় আমরা ভালো করবো।’

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

মুশফিকের চোখে রিয়াদই সাকিবের বিকল্প

‘এই সময়টায় ফেইসবুকে কম যাওয়ার চেষ্টা করি’

মুশফিককে নিয়ে বোর্ড সভাপতির উল্টো দাবি!

বোলিংয়েই সব মনোযোগ তাইজুলের