SCORE

Trending Now

অনুশীলনে ফিরলেন তামিম

Share Button

বাংলাদেশ জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল দক্ষিণ আফ্রিকা সফরের একমাত্র তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করার সময় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এর ফলে পরবর্তীতে প্রস্তুতি ম্যাচে আর দেখা যায়নি তাকে। তবে আশার বাণী হচ্ছে, চোট কাটিয়ে আবারো অনুশীলনে ফিরেছেন তিনি।

জাতীয় দলের সেরা তথা দেশসেরা ওপেনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলার জন্য শঙ্কামুক্ত এমনটা আগেই জানিয়েছিলেন জাতীয় দলের ফিজিও থিহান চন্দ্রমোহন। তারপর কয়েকদিন কেটে গেলেও জাতীয় দলের সাথে অনুশীলনে তামিমকে না দেখা যাওয়ায় শঙ্কার কালো মেঘ জমা হচ্ছিল ভক্তদের মনে।

Also Read - প্রতিবন্ধীদের উৎসাহ দিতে রংপুর যাচ্ছেন মাশরাফি

অবশেষে সব শঙ্কার মেঘ পরিষ্কার করে সোমবার পচেফস্ট্রমের সেনউইজ পার্ক স্টেডিয়ামে অনুশীলনে ফিরেন তিনি। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পচেফস্ট্রমের সেনউইজ পার্ক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই ম্যাচকে সামনে রেখে বেনোনি থেকে গতকাল প্রথম টেস্টের ভেন্যু ‘পচেফস্ট্র্মে’ পা রাখে সফরকারীরা।

আর প্রথম টেস্টকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে সোমবার থেকে সেনউইজ পার্ক স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে মুশফিকবাহিনী। এই অনুশীলনে চোট কাটিয়ে তামিমও ফিরেছেন, তবে দলের সাথে ব্যাট-প্যাডসহ নয় বরং ফিজিও ও কোচের সাথে গা গরমের অনুশীলনে দেখা যায় তাঁকে।

সোমবার তামিম ইকবাল শুধু গা-গরমের অনুশীলনে ব্যস্ত থাকলেও, আগামীকাল থেকে ব্যাট হাতে নেটেও ফিরবেন বলে টিম-ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, দীর্ঘ নয় বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় এখন অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দু’দলের মধ্যকার প্রতীক্ষিত পূর্ণাঙ্গ সিরিজটি মাঠে গড়াবে ২৮শে সেপ্টেম্বর থেকে। এরপর দু’দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬-১০শে অক্টোবর।

দক্ষিণ আফ্রিকা সফরের বাংলাদেশ টেস্ট দলঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাশ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, রুবেল হোসেন, শফিউল ইসলাম।

Related Articles

লাঞ্চের আগেই দুই ওপেনারকে হারাল বাংলাদেশ

দলে ফিরলেও একাদশে নিশ্চিত নন ইমরুল

৫২ ওভারে বোলার ১১ জন!

বিজয়ের সামনে রেকর্ড বইয়ে নাম লেখানোর হাতছানি

সাকিব তিনে, রিয়াদ পাঁচে!

Leave A Comment