SCORE

Trending Now

‘আমরা এখনও ছোট দল’- মুশফিক

Share Button

সাম্প্রতিক সাফল্যয় বাংলাদেশ নজর কেড়েছে পুরো ক্রিকেট-বিশ্বের। অনেকেই এখন টাইগারদের মনে করেন বিশ্ব-ক্রিকেটের পরাশক্তি হিসেবে। তবে সাফল্যের হাওয়ায় ভেসে দম্ভ পুষছেন না টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বরং এখনও নিজেদের ছোট দল হিসেবে আখ্যায়িত করছেন তিনি।

ভারতের বিপক্ষে কিপিং ছেড়ে ফিল্ডিং করার এক মুহূর্তে মুশফিক

পচেফস্ট্রুম টেস্ট শুরু হওয়ার আগের দিন সাংবাদিকদের সাথে আলাপকালে মুশফিক বলেন, ‘আমরা কিন্তু শীর্ষ দলগুলোর মধ্যে নেই যে- আমরা যাবো আর সবাইকে দেখিয়ে, ভালো খেলে সবাইকে হারিয়ে দেবো। আমরা কিন্তু এখনও ছোট দল। কাজেই সবার কাছেই একটা অন্যরকম চ্যালেঞ্জ থাকে। সবার কাছেই একটু অন্যরকমভাবে নিজেদের উপস্থাপন করতে হয়। ভালো খেলতে শতভাগের জায়গায় পুরো ২০০ ভাগ দিতে হয় আমাদের। সেটার জন্য উপযুক্ত সময় এটা এবং সেটার জন্যই আমরা চেষ্টা করছি।’

Also Read - অপেক্ষা বাড়ছে মোসাদ্দেকের

টেস্ট থেকে সাময়িক বিশ্রাম নেওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে থাকছেন না বাংলাদেশের সর্বশেষ ঢাকা টেস্ট জয়ের নায়ক সাকিব আল হাসান। দলের সেরা ক্রিকেটারকে ছাড়া খেলতে নামাটা চ্যালেঞ্জিং বলেই মানছেন মুশফিক। তিনি বলেন, ‘চ্যালেঞ্জিং তো অবশ্যই। আর চ্যালেঞ্জিং হওয়ারও দরকার। তাহলে ম্যাচ শেষে বোঝা যায় এটা হলে বা ওটা হলে ভালো হতো। আমরা সবাই চেষ্টা করি বেস্ট কম্বিনেশনটা করার। তবে এটা নির্ভর করে কন্ডিশন ও পরিস্থিতির ওপর।’

সাকিব না থাকায় একাদশে সাকিবের অভাব পূরণে দুজনকে রাখা প্রয়োজন জানিয়ে মুশফিক বলেন, ‘আপনারা জানেন যে সাকিব যেহেতু নেই, সেহেতু আমাদের অবশ্যই দুই জন খেলোয়াড়কে খেলাতে হবে। তবে অবশ্যই আমাদের চেষ্টা থাকবে ব্যাটসম্যান কয়টা নিয়ে খেলতে পারি কিংবা এক্সট্রা পেসার নেয়া যায় কি না অথবা এক্সট্রা একজন স্পিনার নেয়া যায় কি না।’

সৌম্য সরকারকে নিয়ে একাদশ গোছানোয় কিছুটা বিপাকে আছে টিম ম্যানেজমেন্ট। তবে মুশফিকের আশা, ঠিক হয়ে যাবে সৌম্যর ফর্ম, ‘সব কম্বিনেশনই চেষ্টা করা হয়েছে। গত দশ দিন খুব ভালো অনুশীলন হয়েছে। আর সবাই আল্লাহর রহমতে মোটামুটি ফিট আছে। সৌম্যর একটু সমস্যা তবে আশা করছি সেও ঠিক হয়ে যাবে।’

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ঢাকা টেস্ট : ব্যাটিংয়ে আসা-যাওয়ার মিছিল, বড় পরাজয়

এমন উইকেটে প্রথমবার রাজ্জাক

ঢাকা টেস্ট : টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশের হাসি ম্লান

ঢাকা টেস্ট : ধুকঁছে শ্রীলঙ্কা

ঢাকা টেস্ট : রাজ্জাকের ঘূর্ণিতে প্রথম সেশন বাংলাদেশের

Leave A Comment