SCORE

Trending Now

ওয়ার্নারের সমতা ফেরানোর প্রত্যাশা

Share Button

ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার অন্য ব্যাটসম্যানরা আশানুরূপ পারফরমেন্স প্রদর্শন করতে না পারলেও ব্যতিক্রম ছিলেন দলটির সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এমনকি ম্যাচের একমাত্র হাঁকানো শতকটাও এসেছে তার ব্যাট থেকে। তবে ওয়ার্নারের এই শতকও অস্ট্রেলিয়াকে জেতাতে পারেনি সিরিজ-উদ্বোধনী টেস্ট।

ফিট হয়ে যাবেন ওয়ার্নার

তবে চট্টগ্রাম টেস্ট জিতে সমতা ফিরিয়ে সিরিজ শেষ করতে চান ওয়ার্নার। এখনও অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর সময় আছে বলেও মনে করছেন তিনি। ওয়ার্নার বলেন, ‘আমাদের সময় আছে ঘুরে দাঁড়ানোর আমার বিশ্বাস চট্টগ্রামে ওদের হারিয়ে সিরিজে সমতা ফেরাবো

Also Read - ঢাকা ছাড়লেন ছয় ক্রিকেটার

এদিকে বাংলাদেশের ‘ভালো খেলা’র কাছে হেরে গিয়ে কোনো অজুহাত দেখাতে চাননা তিনি। ৩০ বছর বয়সী ব্যাটসম্যান বলেন, ‘বাংলাদেশ ভালো খেলেই আমাদের হারিয়েছে এখানে কোনো অযুহাত দেখিয়ে লাভ নেই।’

ঢাকা টেস্ট হারার পেছনে উইকেটের জটিল চরিত্র কারণ হিসেবে ছিল বলে জানিয়েছেন ওয়ার্নার। লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন দ্রুত উইকেট হারিয়েও দলটি পড়ে গিয়েছিল বিপাকে। ওয়ার্নার বলেন, ঢাকায় যে ধরনের উইকেট ছিলো, সেখানে রান করাটাই ছিলো দুরহ ব্যাপার তার উপর ২৬৫ রানের টার্গেটে দ্রুত আমরা দুই উইকেট হারিয়ে বসি

বাংলাদেশের বোলিং তোপে অস্ট্রেলিয়ার জয় যখন চলে গেছে দূরে, এমন পরিস্থিতিতে সেঞ্চুরি হাঁকাতে পেরে তৃপ্ত ওয়ার্নার। যদিও শেষ পর্যন্ত জয়ী হয়ে মাঠ ছাড়তে না পাড়ায় ম্লান হয়ে গেছে শতকের খুশি। ওয়ার্নার বলেন, ‘এমন কঠিন পরিস্থিতির সেঞ্চুরিটা আমার কাছে অন্যরকম মনে হয়েছে তবে ম্যাচটা জিতলে সেটা আমি আরও খুশি হতাম।’

ঢাকা টেস্টে বাংলাদেশের বোলিং লাইনআপের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়া অস্ট্রেলিয়ার মোট রান যেখানে ৪৬১, সেখানে ওয়ার্নার একাই করেছেন ১২০ রান।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

মুশফিকের চোখে রিয়াদই সাকিবের বিকল্প

‘এই সময়টায় ফেইসবুকে কম যাওয়ার চেষ্টা করি’

মুশফিককে নিয়ে বোর্ড সভাপতির উল্টো দাবি!

বোলিংয়েই সব মনোযোগ তাইজুলের

Leave A Comment