SCORE

Trending Now

কেভিন পিটারসেন আটক!

Share Button

বোর্ডের সাথে অঘোষিত দ্বন্দ্বে জাতীয় দলের ক্যারিয়ার শেষ হয়েছে অল্প সময়ে। ঘরোয়া লিগগুলোয় খেললেও কেভিন পিটারসেনের বর্তমান সময় কাটে আমোদপ্রমোদেই। তবে এবার সেই আমোদপ্রমোদই কাল হয়ে দাঁড়িয়েছে তারকা ক্রিকেট ব্যক্তিত্বের জন্য।

কেভিন পিটারসেন আটক!

পিটারসেন এখন অবস্থান করছেন সুইজারল্যান্ডে। সেখানেই অবসর সময় কাটানোর জন্য গলফ খেলছিলেন। তবে অপরাধটা বিখ্যাত ক্রিকেটার গলফ খেলে করেননি, করেছেন গলফের বল বিমানবন্দরের মতো কড়া নিরাপত্তার জায়গায় ঢুকিয়ে দিয়ে!

Also Read - পাকিস্তান পৌঁছেছে বিশ্ব একাদশ

গায়ের জোরে জীবনে অনেক বল সীমানা ছাড়া করেছেন। তবে এবার পিটারসেন ছাড়িয়ে গেছেন সীমাবদ্ধতার সীমানা! গলফ খেলতে গিয়ে পিটারসেনের জোরালো শট বলকে আছড়ে ফেলে জেনেভা বিমানবন্দরে। আকস্মিক ঘটে গেলেও গুরুতর এমন অপরাধে ছাড়া পাননি বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দেওয়া ক্রিকেটার। তাকে আটক করে নিয়ে যাওয়া হয় জেলহাজতে।

হাজতবাসের কথা পিটারসেন জানিয়েছেন নিজেই। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ছবি সংযুক্ত করেছেন তিনি, যেখানে দেখা যাচ্ছে- বদ্ধ একটি রুমে আটক অবস্থায় আছেন এই তারকা। ছবির সাথে লিখেছেন, ‘জেনেভা বিমানবন্দরের একটি কক্ষে আটকে আছি আজ। এটা মোটেই কৌতুক নয়। বেপরোয়া গফল সুইংয়ের কারণে সাময়িক এই বন্দীদশা।’

২০১৩ অ্যাশেজে ইংল্যান্ডের ব্যর্থতার পর পিটারসেনের জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ঘোষণা করেন দলটির নির্বাচকরা। অবশ্য দক্ষিণ আফ্রিকার নাগরিক পিটারসেন এখন চেষ্টা করছেন প্রোটিয়াদের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

আইসিসির বর্ষসেরা একাদশ ঘোষণা

স্লো ওভার রেটের দায়ে প্রোটিয়াদের জরিমানা

জুনে টেস্ট অভিষেক হচ্ছে আফগানিস্তানের

সরাসরি দেখা যাবে যুব বিশ্বকাপের যেসকল খেলা

অলিম্পিকে ক্রিকেটকে সমর্থনের জন্য বিসিসিআইকে অনুরোধ

Leave A Comment