SCORE

সর্বশেষ

ঢাকার হয়ে খেলতে মুখিয়ে ওয়াটসন

ঢাকার হয়ে খেলতে মুখিয়ে ওয়াটসন
ঢাকার হয়ে খেলতে মুখিয়ে ওয়াটসন

নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) -এর আসর। অস্টড়েলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনকে দলে ভিড়িয়েছে চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নামাইটস। ঢাকার জার্সিতে প্রথমবারের মতো বিপিএল মাতাবেন ওয়াটসন। এক ভিডিও বার্তায় জানিয়েছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে আসন্ন বিপিএল খেলতে মুখিয়ে আছেন তিনি।

বিপিএল নিয়ে বেশ রোমাঞ্চিত ওয়াটসন। সর্বশেষ বাংলাদেশ সফরের সুখস্মৃতিও মনে করেছেন। ২০১১ সালে সর্বশেষ বাংলাদেশ এসেছিলেন। খেলেছিলনে নিজের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৮৫ রানের ইনিংস খেলেছিলেন ওয়াটসন।

শেন ওয়াটসন বলেন, “এ বছরের বিপিএল খেলতে ঢাকা ডায়নামাইটসে যোগ দেওয়ার ব্যাপারে আমি খুব রোমাঞ্চিত। সর্বশেষ বাংলাদেশ সফরে আমার কিছু অবিশ্বাস্য স্মৃতি রয়েছে। আমি সেখনাএ আমার ওয়ানডের সর্বোচ্চ স্কোরের ইনিংসটা খেলেছিলাম।”

Also Read - বিশ্ব একাদশের হয়ে তিন ম্যাচে তামিমরা যা পাবেন

বিপিএলেও নিজের ফর্ম ধরে রাখতে চান তিনি। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদেরও তিনি আহ্বান জানান বিপিএলের উন্মাদনায়। ওয়াটসন বলেন, “আমি আশা করি তেমন ভালো ফর্ম বজায় রাখতে পারব। আমি জানি এখানে বাংলাদেশের স্থানীয় ক্রিকেট ভক্তরা কতটা ক্রিকেটপ্রেমী। আসো এবং যোগ দাও বিপিএল উন্মাদনায়।”

ঢাকা ডায়নামাইটসের স্লোগান ‘জিতবে ঢাকা, দেখবে দেশ’ বলে ভিডিও বার্তা শেষ করেন ওয়াটসন।

২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ওয়াটসন এখন ক্রিকেট খেলছেন নানান দেশ ঘুরে ঘুরে। সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া স্টার্সের হয়ে খেলেন এ ৩৬ বছর বয়সী অলরাউন্ডার। তবে বিপিএল খেলতে আসছেন প্রথমবার।

Related Articles

নিজের ক্যাচ মিসই সাকিবের কাঠগড়ায়

বিপিএলের নতুন চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

রেকর্ড গড়ার পাশাপাশি ছক্কার শতক ছুঁলেন গেইল

পরিসংখ্যানে ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স

পঞ্চম বিপিএলের শিরোপার লড়াইয়ে ঢাকা ও রংপুর