SCORE

Trending Now

প্রথম শ্রেণির ক্রিকেটকেও বিদায় জানালেন সাঙ্গাকারা

Share Button

দুর্দান্ত একটি মৌসুম পার করার পর প্রথম শ্রেণির ক্রিকেটকেও বিদায় জানালেন কিংবদন্তী লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।

প্রথম শ্রেণির ক্রিকেটকেও বিদায় জানালেন সাঙ্গাকারা

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজের প্রথম শ্রেণির ক্রিকেটের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেছেন এই তারকা ক্রিকেটার। ক্যারিয়ারের শেষ ম্যাচেও ছিলেন ব্যাট হাতে উজ্জ্বল, শেষ ইনিংসে অপরাজিত ছিলেন ৩৫ রান করে।

Also Read - দক্ষিণ আফ্রিকার দাপট, বাংলাদেশের প্রাপ্তি এক উইকেট

বৃহস্পতিবার ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে খেলা ম্যাচ শেষে সাঙ্গাকারা হুট করেই জানান, এটিই ছিল তার জীবনের শেষ প্রথম শ্রেণির ম্যাচ। ৪০ বছর বয়সী সাঙ্গাকারা বলেন, ‘কখনো কখনো সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়ে যায় তবে আমি মনে করি একটু আগেভাগে সিদ্ধান্ত নিতে পারাটাই ভালো।’

২০১৫ সালে টেস্ট ও ওয়ানডে থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন সাঙ্গাকারা। অবসর গ্রহণের সময়েও ফর্মের তুঙ্গে ছিলেন এই শ্রীলঙ্কান ক্রিকেটার। নিজের ভক্তদের আক্ষেপটা সাঙ্গাকারা আরও বাড়িয়ে দিয়েছেন সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরমেন্স করার মাধ্যমে। এক আসরে ১৪৯১ রান হাঁকিয়েছেন সাঙ্গাকারা, যেখানে গড় অতিমানবীয়- ১০৬.৫০! আছে আটটি সেঞ্চুরিও।

১৯৯৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল সাঙ্গাকারার। দীর্ঘ সময়ের যাত্রার ইতি ঘোষণার সময় আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, নিঃসন্দেহে আমি একে খুব মিস করব অনেক খেলোয়াড় আফসোস নিয়ে একে বিদায় বলেছে আমারও কিছু আফসোস আছে কিন্তু আমি যেভাবে খেলেছি যা অর্জন করেছি, তাতে খুশি

তবে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও ঘরোয়া টি-২০ ক্রিকেটে খেলে যাচ্ছেন সাঙ্গাকারা, যা খেলবেন আগামী দিনগুলোতেও। বিশ্বের ঘরোয়া টি-২০ লিগগুলোতে সাঙ্গাকারার চাহিদা আকাশচুম্বী। আগামী ৩রা নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের পঞ্চম আসরেও অংশ নেবেন সাঙ্গাকারা। গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসে এবারও খেলবেন তিনি। দলটির খেলোয়াড় বাছাই ও গঠনেও এবার ছিল কুমার সাঙ্গাকারার পরোক্ষ ভূমিকা।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

দেশ-বিদেশ থেকে শুভেচ্ছায় ভাসছেন মুশফিক

শিরোপা ধরে রাখতে প্রস্তুত ঢাকা ডায়নামাইটস

ডায়নামাইটস ফ্যানদের সাঙ্গার ভিডিও বার্তা

রানাতুঙ্গার অভিযোগে সরব গম্ভীর-নেহরা

সাঙ্গাকারার ছক্কায় ভাঙল দর্শকের মোবাইল!

Leave A Comment