SCORE

Trending Now

বাংলাদেশ ‘কঠিন’ প্রতিপক্ষ

কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন ওটিস গিবসন। ওটিস গিবসনের অধীনে প্রথমবারের মতো মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। এটিই গিবসনের প্রথম অ্যাসাইনমেন্ট। বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না গিবসন। তার মতে বর্তমানে বাংলাদেশ এক আত্মবিশ্বাসী দল।

 বাংলাদেশ 'কঠিন' প্রতিপক্ষ

গিবসন মনে করেন মাঠে দক্ষিণ আফ্রিকাকে কোনো ছাড় দিবে না বাংলাদেশ। বাংলাদেশকে তিনি দেখছেন সমীহের চোখে। মঙ্গলবার প্রোটিয়াদের এ নতুন কোচ বলেন, “বাংলাদেশ হার মেনে নিবে এমন মানসিকতা নিয়ে আমি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে চাই না।”

Also Read - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইটাকে এগিয়ে রাখছেন মাশরাফি

বাংলাদেশ তার শেষ টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করে ১-১ এ। প্রথমবারের মতো বাংলাদেশ অস্ট্রেলিয়াকে টেস্টে হারায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স মনে করিয়ে দেন তিনি। গত বছর ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। তখন ইংল্যান্ড দলের সাথে বাংলাদেশে ছিলেন গিবসন।

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ আখ্যা দিয়ে গিবসন বলেন, “আমরা দেখেছি বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে কীভাবে খেলেছে। আমি গত বছর ইংল্যান্ডের সাথে বাংলাদেশে ছিলাম। তারা একটি টেস্ট ম্যাচ জিতেছিল। তারা একটি আত্মবিশ্বাসী আন্তর্জাতিক দল। ম্যাচে আমরা কমফোর্ট জোনে ্থাকব এমন মানসিকতা নিয়ে খেলতে পারব না। তারা কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে।”

বাংলাদেশের কোচিং স্টাফদেরও প্রশংসা করেন তিনি। বাংলাদেশকে দারুণ অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কৃতিত্ব দেন কোচদের। তিনি বলেন, “তাদের টেকনিক্যাল স্টাফে বোলিং কোচ হিসেবে কোর্টনি ওয়ালশ আছেন। তাদের প্রধান কোচও দারুণ কাজ করছে। এগুলো তাদেরকে একটা শক্ত অবস্থানে নিয়ে গিয়েছে।” 

২৮ সেপ্টেম্বর পচেস্ট্রমের সেনওয়েস পার্কে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। ৮ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ব্লুমফোন্টেইনে। ইতোমধ্যেই বাংলাদেশের টেস্ট দলের সদস্যরা দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগাররা লড়বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টি-২০ সিরিজে।

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে দেখছেন গিবসন

অপরিবর্তিত ম্যানেজমেন্ট স্টাফেই প্রোটিয়াদের বাংলাদেশ মিশন

দক্ষিণ আফ্রিকার নতুন কোচ ওটিস গিবসন

দক্ষিণ আফ্রিকার কোচ হতে যাচ্ছেন গিবসন

Leave A Comment