SCORE

সর্বশেষ

বিদায় নিলেন অজি লেগস্পিনার বব হল্যান্ড

১৯৮৪ সালে তৃতীয় বয়োজ্যাষ্ঠ খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়া দলে অভিষেক হওয়া লেগ স্পিনার বব হল্যান্ড ৭০ বছর বয়সে পাড়ি জমালেন না ফেরার দেশে। এ বছরের মার্চে মস্তিষ্কে ক্যান্সার দ্বারা আক্রান্ত হন তিনি।

bob holland

মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে রবিবার নিউক্যাসল হাসপাতালে তিনি পরলোকগমন করেন। সেখানে তিনি পাঁজরের হাড় ভাঙ্গার জন্য প্রায় সপ্তাহখানেক ধরে চিকিৎসা নিচ্ছিলেন। গত শুক্রবার সাবেক টেস্ট কাপ্তান মার্ক টেলর এর আমন্ত্রণে তার জন্য দেয়া এক পার্টি অংশ নেন তিনি।

Also Read - অর্ধশতকের শতক হাঁকালেন ধোনি

অনেকটা দেরি করে প্রথম শ্রেণীর ক্রিকেট শুরু করা হল্যান্ড এর নিউ সাউথ ওয়েলস এর হয়ে অভিষেক হয় ৩২ বছর বয়সে। এরপরেও প্রায় ৩১ গড়ে তিনি নিয়েছেন ৩১৬ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে ১৯৮৪ সালে গ্যাবায় ৩৮ বছর বয়সে তার টেস্ট অভিষেক হয়। তার থেকে বেশি বয়সে অভিষেক হওয়া বাকি দুই ক্রিকেটার হলেন  ১৯২৮ সালে অভিষিক্ত ৪৬ বছর বয়সী ডন ব্ল্যাকি ও বার্ট আয়রনমংগার।

ডেভিড বুনের বিপক্ষে অভিষেক হওয়া সে টেস্ট অধিনায়ক কিম হিউজেস শেষ ম্যাচ এর হওয়ার কারণে হয়েছিল স্বরণীয়। ১৯৮০ এর মাঝামাঝিতে ১১ টেস্ট ও দুই ওয়ানডে খেলেন হল্যান্ড। দুইবার দশ উইকেট নিয়ে এসসিজিতে অস্ট্রেলিয়া দলকে এনে দেন জয়।

bob holland aussie

অভিষেক সিরিজে ১৪৪ রানের বিনিময়ে ১০ উইকেট তুলে অজিদের ইনিংসসহ জিততে ভূমিকা রাখেন তিনি। সে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠ কাপিয়েছেন স্যার ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড, ডেসমন্ড হেইন্স, বাংলাদেশ দলের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ, রিচি রিচার্ডসন, ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিং এর মত তারকারা।

সব মিলিয়ে টেস্টে ৪০ গড়ে ৩৪ উইকেট নেন হল্যান্ড। ব্যাট হাতে তার গড় ৩.১৮ হলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে রয়েছে একটি অর্ধশতক। এছাড়া নিউ সাউথ ওয়েলস এর হয়ে ১৯৮০’র দশকে তিনটি শেফিল্ড শিল্ড জিতেন তিনি। ওপারে ভালো থাকুন হল্যান্ড।

  • রাইয়ান কবির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

আবারও আলোচনায় বসছেন অজি ক্রিকেটাররা

বেকার হয়ে পড়লেন স্মিথ-ওয়ার্নাররা