SCORE

Trending Now

ভারতীয় খাবারে স্মিথদের সমস্যা!

Share Button

উপমহাদেশের দেশগুলোর খাবার সাধারণত বেশ বৈচিত্র্যময়। বিশেষ করে ইউরোপ বা অস্ট্রেলিয়া অঞ্চলের সাথে এই অঞ্চলের খাবারের ধরণে রয়েছে বিস্তর ফারাক।

ভারতীয় খাবারে স্মিথদের সমস্যা!

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া জাতীয় দল বর্তমানে অবস্থান করছে কলকাতায়। বাংলাদেশের বিপক্ষে টেস্ট হেরে লজ্জায় পড়া অজিরা সুবিধা করতে পারছে না ভারতের বিপক্ষেও। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচেই বরণ করে নিতে হয়েছে পরাজয়।

Also Read - প্রথম টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা

তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কাছে পরাজয়ের চেয়েও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভারতের খাবার। খাবার নিয়ে সমস্যার জেরে বুধবার আনুষ্ঠানিকভাবে অভিযোগও জানিয়েছে দলটি।

জানা গেছে, দ্বিতীয় ওয়ানডের আগে বুধবার অনুশীলনে নামার প্রস্তুতি নিচ্ছিলো অজিরা। এর আগে দুপুরের মেন্যুতে অর্ডার করা হয় গ্রিলড চিকেন। খাওয়ার সময় খেলোয়াড়েরা বুঝতে পারেন, মুরগীকে বেচারা পাচক একটু বেশি তাপমাত্রায়ই পুড়িয়ে ফেলেছেন! গ্রিলড চিকেন সাধারণত ৭৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয়।

এরপর আর বসে থাকতে পারেননি স্মিথ-ওয়ার্নাররা। আনুষ্ঠানিকভাবে জানান অভিযোগ।

অতিথি ক্রিকেটারদের অভিযোগ অবশ্য আমলে নিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। অজিদের যাতে আর কোনো সমস্যা না হয় সেটি তদারকি করতে নড়েচড়ে বসেছে তারা। শুধু তা-ই নয়, কড়াভাবে সতর্ক করা হয়েছে অস্ট্রেলিয়া দলের খাবার রাঁধার দায়িত্ব পালন করা পাচককেও! খোদ বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তাই জানিয়েছেন এমন তথ্য।

ভারতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারার পর দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীরা স্বাগতিকদের কাছে হেরেছে ৫০ রানের বড় ব্যবধানে। সিরিজ হার এড়াতে সিরিজের বাকি সবগুলো ম্যাচে যেকোনো মূল্যে জিততে হবে স্টিভ স্মিথের দলকে।

আগামী ২৪ সেপ্টেম্বর, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অনুষ্ঠিত হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের বাকি ম্যাচ তিনটি। এরপর অনুষ্ঠিত হবে টি-২০ সিরিজ, যেখানে দুই দল পরস্পরের বিপক্ষে তিনটি ম্যাচে মাঠে নামবে।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ইতিহাস গড়ে জিতল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াকে উড়িয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো ভারত

বোলারদের দিনে অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়

অবশেষে জয়ের দেখা পেল ইংল্যান্ড

আইসিসির অনুমতি পেল পার্থ স্টেডিয়াম

Leave A Comment