SCORE

Trending Now

‘মুস্তাফিজের আলাদা যত্ন নেওয়া উচিত’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর গত দুই আসরে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্সের হয়ে খেলেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএলের গত বছরে হায়দরাবাদের শিরোপা জয়ের পেছনে বল হাতে বড় অবদান রেখেছিলেন মুস্তাফিজ।

ডেভিড ওয়ার্নারের সঙ্গে ফ্রেমবন্ধী মুস্তাফিজ

তবে এই বছরের আইপিএলে জ্বলে উঠতে পারেননি মুস্তাফিজ। আইপিএলে দু’জন এক দলের হয়ে খেললেও আন্তর্জাতিক অঙ্গনের চিত্র পুরোটাই ভিন্ন। লড়াই করতে হয় নিজেদের দেশের সম্মান ো গৌরব অর্জনের জন্য। তবে নিজ সতীর্থর প্রতি ভালোবাসা একটুও কমেনি ওয়ার্নারের।

Also Read - বিপিএলে থাকছে না পাকিস্তানী ক্রিকেটার!

মুস্তাফিজদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে রয়েছেন ওয়ার্নাররা। আইপিএলে একই দলের হয়ে খেলার কারণে মুস্তাফিজের বল মোকাবিলা করার সুযোগ না হলেও এই সিরিজে সেই অভিজ্ঞতা হয়েছে ওয়ার্নারের। নিজের সতীর্থর বলেই আউট হয়েছেন অজিদের হয়ে সেঞ্চুরি হাঁকানো ওয়ার্নার।

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টেই শতক হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার। তার শতকের কল্যাণে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ পায় অজিরা। তৃতীয় দিন শেষে অজিদের হয়ে সংবাদ সম্মেলনে আসেন ওয়ার্নার। মুস্তাফিজের প্রতি আলাদা যত্ন নেওয়ার কথা জানান এই অজি ব্যাটসম্যান।

ডেভিড ওয়ার্নার বলেন “আমার কাছে মুস্তাফিজ একজন পরিপূর্ণ বোলার। আমার মতে, ওর আরো যত্ন নেওয়া উচিত বিসিবির।”

“মুস্তাফিজ সত্যিই অসাধারণ বোলার। সে কোন ফরম্যাটের ক্রিকেট খেলতে চায় সেটি তাকেই সিদ্ধান্ত নিতে হবে এবং সেই অনুযায়ীই প্রস্তুতি নিতে হবে।” 

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

যা শুনে ডি ককের দিকে তেড়ে গিয়েছিলেন ওয়ার্নার

ওয়ার্নার-ডি কক কাণ্ডে নতুন বিতর্ক

রাজনীতিবিদ ওয়ার্নার!

কোহলিকে অতিক্রম করে গেলেন ওয়ার্নার

টেস্ট র‍্যাংকিংয়ে মুশফিক-সাব্বিরদের উন্নতি

Leave A Comment