SCORE

Trending Now

সাবেক ইংলিশ ব্যাটার ব্রিটিনের মৃত্যু

Share Button

মাত্র ৫৮ বছর বয়সেই সবাইকে ছেড়ে পরকালে পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডের ইতিহাসের সেরা নারী ক্রিকেটার ও খ্যাতিমান ডানহাতি ব্যাটার জন ব্রিটিন। বেশ কয়েক বছর ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।

সাবেক ইংলিশ ব্যাটার ব্রিটিনের মৃত্যু

আশি ও নব্বইয়ের দশকে নারীদের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার ছিলেন তিনি।  ইংল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে ব্রিটিন খেলেছেন ২৭টি টেস্ট ও ৬৩টি ওয়ানডে ম্যাচ। আন্তর্জাতিক ক্যারিয়ারের তার রয়েছে ১০টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরি।

Also Read - বেরোবিতে সাকিবের ব্যস্ত দিন

তার সময়কালে নারী বিশ্বকাপের শিরোপাও ঘরে তুলেছিল ইংল্যান্ড। ১৯৯৩ সালে স্বাগতিকদের বিশ্বকাপ জেতাতে ব্রিটিনের ছিল অগ্রণী ভূমিকা। ঐ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি।

২৭ টেস্টে ৪৯.৬১ গড়ে ১৯৩৫ রান ছিল জন ব্রিটিনের। ব্রিটিনের মৃত্যুতে শোক প্রকাশ করে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের ডিরেক্টর ক্লেয়ার কনোর বলেন, তিনি (ব্রিটিন) ছিলেন একজন কিংবদন্তি এবং সেরা আমাদের যুগে তিনিই ছিলেন মেয়েদের প্রথম রোল মডেল মনে হয় টেস্ট খেলার জন্যই জন্মেছিলেন তিনি আর টেস্টে তার রেকর্ড মনে হয় না কখনো ভাঙবে।’

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক শারলট এডওয়ার্ডস বলেন, ‘ছেলেবেলা থেকেই তিনি ছিলেন আমার আইডল। শান্ত, মার্জিত, একাগ্র ও খুবই শালীন একজন ক্রিকেটার। এক কথায় সেরা।’

নারীদের ক্রিকেটের কিংবদন্তী এই ক্রিকেটারের মৃত্যুতে ইংলিশ ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

২-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া

অ্যাশেজে লড়াই চলছে সমানে-সমানে

জয় দিয়েই অ্যাশেজ শুরু অস্ট্রেলিয়ার

ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

ইংল্যান্ডের নতুন বোলিং কোচ সিলভারউড