SCORE

Trending Now

সৌম্যর পাশে আছেন তামিম

Share Button

দলের সুসময় বিরাজ করলেও ফর্ম নেই সৌম্য সরকারের। ঢাকা টেস্টে তামিম বাদে টপ অর্ডারের অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার রেশ ধরে ভাষা স্রোতে গা ভাসিয়েছেন সৌম্যও। এতে দলের বাঁহাতি ওপেনারকে দলে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

সৌম্যর পাশে আছেন তামিম

তবে তামিমের সাম্প্রতিককালের আলোচিত ওপেনিং সঙ্গী পাশে রয়েছেন আরেক বাঁহাতি ওপেনার তামিম নিজে।

Also Read - ঈদের দিনেও অনুশীলন করবে টাইগাররা

তামিম মনে করছেন, ভালো কিছু করে ফর্মে ফেরার সুযোগ সৌম্যর এখনও আছে। যদিও সৌম্যর ফর্মহীনতায় অন্যদের মতো তিনিও সন্তুষ্ট নন। এরপরও ওপেনিং জুটিতে একসাথে নামা সতীর্থের উপর অগাধ আস্থা আছে তার।

তামিম বলেন, ‘এটা (সৌম্যর আউট হওয়া) অনেক বড় ভুল ছিল। আমার মনে হয়, সৌম্য ওরকম শট না খেললে খেলার প্রেক্ষাপট অন্যরকম হতো। আমি সবসময় ওকে এমন ভুল এড়িয়ে যেতে পরামর্শ দেই।’

তামিম ইকবাল জানালেন সৌম্যকে দলে নেওয়ার কারণটাও, ‘আপনারা বলতে পারেন যে এটা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা ছিল। আসলে তারা সৌম্যর কাছ থেকে দ্রুত কিছু রান চাচ্ছিলেন। এরকম পিচে ৩০-৪০ রানের ইনিংস কখনও কখনও ৩-৪ ঘণ্টার লম্বা ইনিংসের চেয়েও বেশি কাজে দেয়।’

চট্টগ্রাম টেস্টে অবশ্য সৌম্য দলে থাকবেন কি না- এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। কদিন আগেই দলে পরিবর্তন আসার আভাস দিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। সেটি হলে দল থেকে বাদ পড়তে হতে পারে ফর্মহীনতায় ভোগা সৌম্য সরকারকেও।

উল্লেখ্য, ঢাকা টেস্টের দুই ইনিংসে সৌম্য সরকার করেছেন মোট মাত্র ২৩ রান (৮ ও ১৫)।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

মুশফিকের চোখে রিয়াদই সাকিবের বিকল্প

‘এই সময়টায় ফেইসবুকে কম যাওয়ার চেষ্টা করি’

মুশফিককে নিয়ে বোর্ড সভাপতির উল্টো দাবি!

বোলিংয়েই সব মনোযোগ তাইজুলের

Leave A Comment