SCORE

Trending Now

স্টোকসকে ধুয়ে দিলেন মাইকেল ভন

Share Button

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ চলাকালেই মারপিট করে আটক হয়েছিলেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। সেই সাথে কুড়িয়ে নিয়েছিলেন অফুরন্ত সমালোচনা। স্টোকসকে আটকের পাশাপাশি ঘটনাস্থলের দায়িত্বপ্রাপ্ত ব্রিস্টল পুলিশ সাথে নিয়ে গিয়েছিল স্টোকসের সতীর্থ অ্যালেক্স হেলসকেও।

অ্যাশেজের জন্য স্টোকসকে রেখেই দল ঘোষণা করলো ইংল্যান্ড

অবশ্য স্টোকস ও হেলস দুজনই ছাড়া পান একদিন পর। শক্তপোক্ত অভিযোগের পরও তাদের পাশে ছিল ইসিবি। এমনকি রাখা হয়েছিল অ্যাশেজের জন্য ঘোষিত দলেও। তবে ইংলিশ দৈনিক ডেইলি সানের অনলাইন সংস্করণে স্টোকসের মারপিটের ভিডিও প্রকাশিত হলে বেরিয়ে আসে স্টোকসের কুকর্মের তথ্য।

Also Read - কোচের বিরুদ্ধাচরণে উমর আকমলের উপর নিষেধাজ্ঞা

এর পরপরই স্টোকস ও হেলসকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

দলে জায়গা হারানোর পাশাপাশি এই দুই ক্রিকেটার বিদ্ধ হচ্ছেন সমালোচনার তীরেও। তবে হেলসের চেয়ে বেশি হ্যাপা সামলাতে হচ্ছে স্টোকসকেই।

এবার স্টোকসের কঠোর সমালোচনায় মেতেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও। ভন স্টোকসকে তার দোষী চেহারা আয়নার সামনে দাঁড়িয়ে দেখার আমন্ত্র জানিয়েছেন।

ভন বলেন, ‘গ্রেফতার হওয়ার পর নিজের অবস্থাটা আয়নায় দেখুক স্টোকস!’

স্টোকসের উদ্ধত আচরণের নিন্দা জানিয়ে ভন বলেন, ‘স্টোকসের ব্যাপারে তোমাকে দুশ্চিন্তা করতেই হবে। গত কয়েক মাসে সে যেটা শুরু করেছে, সেটা থামাতে পারছে না। তার নিজেকে আয়নার সামনে গিয়ে দেখা উচিত।

মাইকেল ভন আরও বলেন, সে হয়তো ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের কাছ থেকে অনেক কথা শুনবে। তার স্ত্রী, এজেন্টরাও অনেক কিছু বলবে। কিন্তু তার নিজেরও বোঝা উচিত, সে কি করছে, কিসের সঙ্গে জড়াচ্ছে। সে কেন এতো রাতে ম্যাচের আগেরদিন বাইরে গেল? আমি তার ভিডিওটি দেখার সময় বিশ্বাস করতে পারছিলাম না।’

স্টোকসকে নিয়ে বিতর্ক অবশ্য এবারই প্রথম নয়। ২০১২ সালে গভীর রাতে মাতাল অবস্থায় তাকে আটক করে পুলিশ। ২০১৩ সালে ইংল্যান্ড লায়ন্সের ট্যুর থেকে দেশে ফেরত পাঠানো হয় একই অপরাধে। সর্বশেষ বাংলাদেশ ভারত সফরেও স্বাগতিক খেলোয়াড়দের সাথে দ্বন্দ্বে জড়িয়ে গুনেছিলেন জরিমানা।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ব্রিস্টল-কান্ডে স্পন্সরও হারাচ্ছেন স্টোকস

নিষেধাজ্ঞার কবলে স্টোকস ও হেলস

“বাংলাদেশ সফরে না যাওয়া ঝুঁকি ছিল”

বাংলাদেশ সিরিজ বর্জনে দলে জায়গা হারানোর ভয় কাজ করছে হেলসের!

Leave A Comment