SCORE

Breaking News

হাইলাইটস: বাংলাদেশ ২৫৬/৬, ১ম দিন, ২য় টেস্ট

Share Button

বাংলাদেশ-অস্ট্রেলিয়া মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তবে মুশফিকের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে শুরুতেই আঘাত হেনেছিলেন স্পিনার নাথান লায়ন। ব্যক্তিগত ৯ রানের মাথায় লায়নের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তামিম ইকবাল।

ক্যারিয়ার সেরা ইনিংস নিয়েই চট্টগ্রামে ফিরলেন সাব্বির

ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ইমরুল কায়েস। মাত্র ৪ রান নিয়েই আবারো লায়নের বলে আউট হন কায়েস। মধ্যাহ্ন বিরতির আগে তিন উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগে ৩৩ রান করে আউট হয়েছিলেন সাব্বির রহমান।

Also Read - অস্ট্রেলিয়া স্পিনারের অনন্য কীর্তি

দুই টেস্ট পর দলে ফিরে বড় ইনিংসের আশা দেখিয়েছিলেন মুমিনুক হক। তবে ৩১ রানের মাথায় আবারো লায়নের বলে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় মুমিনুলকে। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসানও। অন্যদিকে বল হাতে বাংলাদেশকে বেশ ভুগিয়েছে অজি স্পিনার নাথান লায়ন।

তবে দলীয় ৫ উইকেট পড়ার পর দলের হয়ে হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। ব্যাট হাতে বিগত কয়েক ইনিংসে ব্যর্থতার পরিচয় দিলেও এইদিনে উজ্জ্বল ছিলেন সাব্বির। দলের বিপদে ধৈর্যর সাথে ব্যাট চালিয়ে যান সাব্বির।

সাব্বিরের পাশাপাশি ব্যাট হাতে দলের রানের চাকা সচল রাখেন মুশফিক। দলের বিপদে সাব্বিরের সঙ্গে ১১২ রানের জুটি গড়ে দলকে সম্মানজনক অবস্থায় নিয়ে যায় মুশফিক। এইদিকে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক হাঁকান সাব্বির। ব্যক্তিগত ৬৬ রানে লায়নের বলে নিজের ব্যালেন্স হারিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি।

সাব্বিরের পর গুরুত্বপূর্ণ অর্ধশতক তুলে নেন মুশফিক। নিজের টেস্ট ক্যারিয়ারে তুলে নেন ১৮তম অর্ধশতক। শেষদিকে নাসিরকে নিয়ে ৩১ রানের জুটি গড়েন মুশফিক। দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৬২ রান করে অপরাজিত রয়েছেন মুশফিক এবং ১৯ রান নিয়ে অপরাজিত রয়েছেন নাসির হোসেন।

নিচে দেখুন প্রথম দিনের শর্ট হাইলাইটস

Related Articles

অস্ট্রেলিয়ার চমকে ভরা অ্যাশেজ স্কোয়াড

এক ম্যাচেই স্টার্কের দুই হ্যাট্রিক!

স্টোকস ইস্যুতে ইংল্যান্ডকে স্মিথের খোঁচা

ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের পরিণতি ড্র

অজিদের বাসে ঢিলঃ দুই ভারতীয় আটক