SCORE

Trending Now

হ্যাটট্রিক করলেন কুলদীপ

প্রায় ছাব্বিশ বছর পর ভারতীয় বোলারদের হ্যাটট্রিকের অপেক্ষার অবসান ঘটালেন কুলদীপ যাদব। ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আন্তর্জাতিক ওয়ানডের ৪৩ তম হ্যাট্রিক করেছেন এ চায়নাম্যান বোলার। হ্যাট্রিকে তার শিকার হয়েছেন ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার ও প্যাট কামিন্স।

হ্যাটট্রিক করলেন কুলদীপ

ইনিংসের ৩৩ তম ওভার। জয়ের জন্য ১০৭ বলে ১০৫ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। হাতে ছিল পাঁচটি উইকেট। ওভারের দ্বিতীয় বলে কুলদীপ ফেরান অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডকে। বল টার্ন করে অফ-স্টাম্পের অনেক বাইরে চলে গিয়েছিল। সেই বলকেই তাড়া করেছিলেন ওয়েড। ব্যাটের কানায় লেগে বল এসে আঘাত করে স্টাম্পে। ২ রান করে সাজঘরে ফিরে যেতে হয় তাকে।

Also Read - প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে উজ্জ্বল ব্যাটসম্যানরা

হ্যাট্রিকের পথে কুলদীপের দ্বিতীয় শিকার হন অ্যাশটন অ্যাগার। অ্যাগারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। এরপর কুলদীপের ঘূর্ণিতে পরাস্ত হন কামিন্স। টার্ন করা ডেলিভারি কামিন্সের ব্যাট স্পর্শ করে জমা হয় উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে। সাথে সাথেই উত্তাল হয়ে পড়ে ইডেন গার্ডেন। সতীর্থদের সাথে বুনো উল্লাসে মেতে উঠেন কুলদীপ। তার হ্যাট্রিকে ম্যাচে চালকের আসনে চলে আসে স্বাগতিক ভারত।

ইতোমধ্যেই নিজের ১০ ওভার বোলিং পূর্ণ করেছেন এ স্পিনার। ৫৪ রানের বিনিময়ে শিকার করেন তিন উইকেট।

ভারতের তৃতীয় বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাট্রিক করলেন কুলদীপ যাদব। তবে ভারতীয় স্পিনার হিসেবে এটি ওয়ানডেতে প্রথম হ্যাট্রিক। ১৯৮৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন ভারতের ডানহাতি পেসার চেতন শর্মা। সেটি ছিল ওয়ানডে ক্রিকেটের তৃতীয় হ্যাটট্রিক। ১৯৯১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মিডিয়াম ফাস্ট বোলার কপিল দেব। মজার ব্যাপার হলো সেই হ্যাট্রিকটিও হয়েছিল কলকাতার ইডেন গার্ডেনে। কপিল দেবের হ্যাট্রিকটি ছিল ওয়ানডের ষষ্ঠ হ্যাটট্রিক। কপিল দেবের হ্যাট্রিকের পর ওয়ানডেতে দীর্ঘ ২৬ বছর কোনো ভারতীয় বোলার হ্যাট্রিক করতে পারেনি। অবশেষে কুলদীপ যাদবের হাত ধরে অপেক্ষার অবসান ঘটলো সেই ইডেন গার্ডেনেই।

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

কোহলি কুলদীপে সহজ জয় ভারতের

Leave A Comment