SCORE

সর্বশেষ

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ধোনিকে দেখতে চান ক্লার্ক

২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি খেলতে পারবেন কিনা তা নিয়ে কয়েকদিন আগে বেশ শঙ্কার সৃষ্টি হয়েছিলো। সে সময় ধোনির সামর্থ্যের উপর আস্থা রেখে কোচ রবি শাস্ত্রী দাঁড়িয়েছিলেন ধোনির পাশে। এবার সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক আরো একধাপ এগিয়ে ধোনিকে সমর্থন জুগিয়েছেন।

২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ধোনিকে দেখতে চান ক্লার্ক

ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য ইতোমধ্যেই চেন্নাই থেকে কলকাতায় পৌঁছেছে দুই দলই। সেখানে ধোনির ২০১৯ বিশ্বকাপ ভাগ্য নিয়ে প্রশ্ন তুলতে জানা যায় তার মতে ধোনি খেলতে পারবেন ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত। “আমার কাছে জানতে চাইবেন না, সে (ধোনি) ২০১৯ সালের বিশ্বকাপে খেলবে কিনা। সে ২০২৩ সালের বিশ্বকাপেও খেলবে।”

Also Read - বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্বে শিপন

২০১১ সালে বিশ্বকাপ জয়ের পরে ধোনি কিছুটা ফর্মচ্যুত হয়ে গেলে হঠাৎ করেই ছেড়ে দেন অধিনায়কত্ব। ফিরে পান ব্যাট হাতে সেই পুরনো ফর্ম, পুরনো ছন্দ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শুরুর দিকে অল্প রানে টপ অর্ডার ব্যাটসম্যানদের হারিয়ে ভীষণ চাপের মুখে পড়ে ভারত। ৮৭ রানে ৫ উইকেট হারানো ইনিংসের হাল ধরেন তিনি, সঙ্গী ছিলো হার্ডিক পান্ডে। ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, করেন ১১৮ রানের পার্টনারশিপ। ২৬ রানে পরাজিত হয় অস্ট্রেলিয়া।

এছাড়া শ্রীলঙ্কার মাটিতে সব ফরম্যাট মিলিয়ে ৯-০ তে সিরিজ জেতে ভারত। মাইকেল ক্লার্কের মতে টি২০ ফরম্যাটের আবির্ভাবে এখন ডেভিড ওয়ার্নার কিংবা হার্ডিক পান্ডের মত ব্যাটসম্যান উঠে আসছে।

“আসলে অধিকাংশ সিনিয়র খেলোয়াড়ই একদম ক্যারিয়ারের শেষে এসে টেস্ট ফরম্যাট থেকে অবসর নেন। এবি ডি ভিলিয়ার্স ১০০ এর অধিক টেস্ট খেলেছেন, ডুমিনিও অনেকদিন ধরেই খেলছে। আমি কোনো তরুণ খেলোয়াড় পাইনি যারা টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী না।

তিনি আরো যোগ করেন, “আমার মতে টি২০ এর মতো ছোট ফরম্যাট এবং সাথে লিগের ম্যাচগুলো ক্রিকেট খেলাকে সমৃদ্ধ করতে অনেক সাহায্য করেছে। টি২০ ক্রিকেট ছাড়া হয়তো আমরা ডেভিড ওয়ার্নার কিংবা হার্ডিক পান্ডের মত খেলোয়াড় পেতাম না।”

-সানজানা ফ্রেয়া, প্রতিবেদক, বিডিক্রিকটাইম ডট কম  

Related Articles

এফটিপিতে বাংলাদেশের যত ম্যাচ

এশিয়া জয়ের পর লক্ষ্য এবার বিশ্বকাপ!

দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশদের সিরিজ জয়

রেকর্ড বই ওলট-পালট করে দিল ইংল্যান্ড

বল টেম্পারিংয়ে চান্দিমালের নিষেধাজ্ঞা ও জরিমানা