SCORE

সর্বশেষ

অ্যাশেজ মিস করবেন প্যাটিনসন

অ্যাশেজ এর জন্য অস্ট্রেলিয়া স্কোয়াডে থাকা পেস বোলার জ্যামস প্যাটিনসন বাদ পরেছেন ইঞ্জুরির কারণে। অজি দলের মেডিকেল বোর্ড জানিয়েছে তাঁর পিঠের ইঞ্জুরিটা প্রকট।

জেমস প্যাটিনসন

বাংলাদেশ ভারত সফরের দলে ছিলেন না প্যাটিনসন। আশা করা হচ্ছিলো ঘরের মাঠে অ্যাশেজ দিয়েই মাঠে ফিরবেন তিনি। তবে পিঠের ইঞ্জুরি এ সময়টা করল দীর্ঘায়িত।

Also Read - তামিমের আশা ছাড়ছে না টিম ম্যানেজম্যান্ট

মাত্র ২৭ বছরেই বেশি কিছু পিঠের সমস্যায় ভুগছেন প্যাটিনসন। সে আরও জানিয়েছে যে নির্বাচকদের নিজেই ভারত সফরে দলে ডাক না দিতে অনুরোধ করেন। কারণ মাঠে ফিরতে কোনো তাড়াহুড়ো করতে রাজি নন এই ফাস্ট বোলার।

তিনি বলেন, ‘ আমার মনে আছে আমি শেষ দুবার এমন করেছি। দ্রুতই সিরিজ খেলতে নেমে গিয়েছিলাম। সেখানে আমার যথেষ্ট সম্ভাবনা ছিল, আমি ৪০-৫০ ওভার বল করেছি। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকা সফরে এমনটা করেছিলাম। এছাড়া গত বছরও আমি নিউজিল্যান্ড এর বিপক্ষে এমন কাজ করেছি। তবে কোনোবারই সেটা আমার জন্য ভালো হয় নি।’

তিনি আরও যোগ করেন,‘আমি একই ভুল বারবার করতে চাই না। ছাব্বিশ বছর বয়সে যদি আমি খেলতে নেমে আবার পিঠের কোনো সমস্যায় পরি তবে তা আমার জন্য তৃতীয়বারের মত ভালো কিছু বয়ে আনবে না।’

আবার অন্যদিকে অ্যাশেজ এর মত আসরে খেলতে পারছে না বলে বেশ আশাহত তিনি। তিনি বলেন, ‘আমি ঘরের মাঠে অ্যাশেজ এর জন্য মুখিয়ে ছিলাম। বিশেষভাবে আমি এজন্য আশাহত হচ্ছি। আগামী কয়েক সপ্তাহ আমি মেডিকেল স্টাফদের সাথে কথা বলব। আমার জন্য সেরা সিদ্ধান্তটাই আমি নিব যাতে আমার ভবিষ্যতে আর এ ধরণের সমস্যার সম্মুখীন হতে না হয়।’

শেষ দুইমাস ধরে সময়টা ভালো যাচ্ছে না অজিদের। বাংলাদেশের বিপক্ষে কেবল এক টেস্ট আর ভারতে জিততে পারে একটি ওয়ানডে। ইঞ্জুরির কারণে ভালোই ভুগছে অস্ট্রেলিয়া যার প্রভাব পড়েছে শেষ দুই মাসে।

  • রাইয়ান কবির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

বোলারদের দিনে অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়

বাটলার ঝড়ে সিরিজ জিতল ইংল্যান্ড

স্মিথের ব্যাটে জয়বঞ্চিত ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার অ্যাশেজ পুনরুদ্ধার

২-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া