SCORE

Trending Now

“আমি উইকেট দেখে খুশি হই না”

Share Button

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বিবর্ণ বাংলাদেশী বোলারদের মধ্যে একটু রঙিন ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে সামগ্রিক বিবেচনায় সেটাও সন্তোষজনক নয়। যার ফলে টাইগার বোলারদের সমালোচনায় ছিলেন নিজ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চান বাংলাদেশের বোলাররা। বুধবার (৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে তেমনটিই জানিয়েছেন মুস্তাফিজুর রহমান।

 

Also Read - অ্যাশেজ মিস করবেন প্যাটিনসন

ব্লুমফন্টেইনের উইকেট কেমন হতে যাচ্ছে? এমন প্রশ্নে কাটার মাস্টারের উত্তর ছিল এমন, “উইকেট সেভাবে দেখিনি। পাশ দিয়ে হেঁটে গেছি। যতটুকু দেখেছি মনে হলো গত ম্যাচের উইকেটের চেয়ে এটা অনেক ভালো।” 

তবে উইকেট নিয়ে খুব বেশি ভাবেন না মুস্তাফিজ। নিজের কাজ করতে চান। তিনি বলেন, “আমি উইকেট দেখে খুশি হই না। বল অনেক দ্রুত যাবে, তার জন্য যে আমি খুব খুশি হব, ব্যাপারটা এমন নয়। আমি খেললে আমার কাজ হলো, আমি কীভাবে ভালো করব সে চেষ্টা করা। ভালো বল করলে আমার দলের উপকার হবে। সব সময় এ ভাবনাটাই মাথায় থাকে।’

দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ফর্মে ছিলেন মুস্তাফিজ। স্পিন সহায়ক উইকেটেও ভালো করেছিলেন কাটার মাস্টার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে দারুণ ভেরিয়েশন আনতে দেখা গিয়েছিল ফিজকে। সফলতাও পেয়েছিলেন। নতুন বোলিং অস্ত্রগুলো আরো ভালোভাবে প্রয়োগ করতে চান এই ক্রিকেটার। তিনি বলেন, “আমি খেললে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। ভালো বোলিং করলে সব উইকেটই ভালো।”

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭ টি টেস্ট খেলেছেন মুস্তাফিজুর রহমান। ১২ ইনিংসে পেয়েছেন ২০ টি উইকেট।

[আরো পড়ুনঃ মোস্তাফিজ নামটা শুনলেই বাংলাদেশের কাটার মাস্টারের কথা মনে পড়ে। ২০১৫ সালে অভিষেকের পর থেকেই বোলিং জাদুতে সবার নজর কেড়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু এবার দেখা মিলেছে ব্যাটসম্যান মোস্তাফিজের। ‘বি দ্য নেক্সট রাইডার’ এই স্লোগানে গত ২৭ সেপ্টেম্বর রংপুরে ক্রিকেটার হান্ট কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স। ২৭-২৯ সেপ্টেম্বর (তিন দিন) পর্যন্ত চলে এই ক্রিকেটার হান্ট কর্মসূচি।]

Related Articles

ব্যাটিং ব্যর্থতার দিনে আলো ছড়ালেন আফিফ-শাকিল

বিশ্বকাপের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি বাংলাদেশ

টাইগারদের পাশেই আছেন নান্নু

কোচের কাছে ব্যর্থতার কারণ জানতে চাইবেন পাপন

Leave A Comment