SCORE

Trending Now

ওয়ানডেতে ২৫০ ছয় গেইলের

Share Button

ওয়ানডে ক্রিকেট ইতিহাসের ৩য় ব্যাটসম্যান হিসেবে ২৫০ ছক্কার রেকর্ড গড়লেন ক্রিস গেইল। সাউদাম্পটনে ইংল্যান্ড এর বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে এ কীর্তি স্পর্শ করেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব।

ছক্কার শতক হাঁকানোর পথে গেইল

২৯ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলার সময় ৫ ছক্কা আর একটি চার মারেন ক্রিস গেইল। শুরুতে ধীরে চলো নীতিতে থাকলেও জেক বলের করা ৫ম ওভারে গেইল ফিরেন নিজস্ব রূপে। সে ওভারে টানা তিন ছয় মেরে স্পর্শ করেন ২৫০ ছয়ের মাইলফলক।

Also Read - বৃষ্টিতে ভেসে গেল ২য় ওয়ানডে

অষ্টম ওভারে অভিষিক্ত টম কারান এর বলে আউট হওয়ার আগে আরও দুইটি ছয় হাঁকান তিনি।

২৭৩ ম্যাচে (২৬৮ ইনিংস ) ২৫২ ছয় মেরে তিন নম্বরে আছেন ক্রিস গেইল। এর মধ্যে উইন্ডিজদের হয়ে তার সংগ্রহ ২৭০ ম্যাচে ( ২৬৫ ইনিংস ) ২৫১টি ছয়। বিশ্ব একাদশ এর হয়ে ৩ ম্যাচে একটি ছয় আছে গেইলের।

গেইলের সামনে রয়েছেন সানাথ জয়সুরিয়া ও শহিদ আফ্রিদি। ৪৪৫ ( ৪৩৩ ইনিংস ) ওয়ানডেতে ২৭০টি ছয় মেরেছেন লংকান লিজেন্ড জয়সুরিয়া। তালিকার মাথায় রয়েছেন পাকিস্তান দলের শহিদ আফ্রিদি। ৩৯৮( ৩৬৯ ইনিংস) ম্যাচে ৩৫১ ছয় মেরে এক নাম্বারে পাকাপোক্ত আসন গেড়েছেন বুম বুম আফ্রিদি।

ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ছয় মারার কীর্তি গড়েন গেইল। তার বর্তমানে ছয় ১০৩টি (৫২ ম্যাচে ৪৯ ইনিংসে ) । ১০৩ টেস্টের ( ১৮২ ইনিংস ) ক্যারিয়ারে ১০০ ছয় স্পর্শ করতে আর দুটি ছয় দরকার তার। ক্রিস গেইল টেস্টে ফিরবেন বলে জোর গুঞ্জন রয়েছে। টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার মোট ছয় ৪৫৩টি।

  • রাইয়ান কবির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

তৃতীয়বারের নিলামে দল পেলেন গেইল

অথচ আইপিএলে দল পাননি তারা!

বাংলাদেশকে ম্যাচ জেতাতে চান মিঠুন

ক্রিকেট অস্ট্রেলিয়া’র বর্ষসেরা একাদশে সাকিব

অভয় পেয়েই শেষদিকে জ্বলে উঠেছিলেন ম্যাককালাম

Leave A Comment