SCORE

Trending Now

‘কীভাবে মিডিয়াতে কথা বলতে হয় জানতে হবে’

Share Button

সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় মুশফিকুর রহিম, তবে সেই আলোচনার বেশিরভাগ জুড়েই বিতর্ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে বাংলাদেশের অধিনায়ক বেফাঁস মন্তব্য করে কুড়িয়েছেন সমালোচনা। [আরও পড়ুন:মাইলফলকের সামনে সাকিব]

এরই জের ধরে সম্প্রতি ক্রিকেটারদের সমালোচনা করতে রীতিমতো বাধ্য হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

Also Read - দুশ্চিন্তার নাম কিম্বার্লির বাতাস

মুশফিকের সাম্প্রতিক কথাবার্তায় বেশ চটেছে বোর্ড। এতে ক্রিকেটের ক্ষয়ক্ষতি হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন, ‘তিন-চার বছরে আপনি এক-দুইটা ম্যাচ খারাপ করতেই পারেন। বাকি নয়টা টেস্ট খেলুড়ে দেশেরও কিন্তু ছোটখাটো সমস্যা আছে। যারা এই সমস্যার সমাধান করতে পারবে, আপনাদের উচিত তাদের কাছেই যাওয়া।

জনপ্রিয় এই ক্রিকেট ব্যক্তিত্ব আরও বলেন। টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের দায়িত্বে যারা আছেন, তাদের বললে অন্তত সমস্যার সমাধান হবে। কিন্তু মিডিয়ায় বললে সমাধানের চাইতে আপনার সমস্যা আরও বাড়বে।

এ সময় খেলোয়াড়দের মিডিয়ার সামনে কথা বলা শিখার তাগিদও জানান তিনি- আমাদের অনেক কিছুরই উন্নতি হয়েছে। তবে কীভাবে মিডিয়াতে কথা বলতে হয়, সেটাও ভালোভাবে জানতে হবে

টেস্ট সিরিজ চলাকালে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বেশ কিছু কথা বলেন মুশফিক, তাও সংবাদ সম্মেলনে। তার দাবি অনুযায়ী, অধিনায়ক হয়েও দলে ম্যানেজমেন্টের কথার অবাধ্য হতে পারেন না তিনি। মুশফিকের এমন বক্তব্যের পর চায়ের কাপে ঝড় উঠে, জন্ম নেয় তুমুল আলোচনা-সমালোচনা। যদিও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, মুশফিকের দাবি অনুযায়ী কোনো তথ্যই সঠিক নয়।

টেস্ট সিরিজ শেষে রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজ। শুধু টেস্টের অধিনায়ক বলে ওয়ানডে সিরিজে মুশফিকের কাঁধে নেই অধিনায়কত্বের বোঝা। দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল, এমন প্রত্যাশাই এখন খেলোয়াড় ও সমর্থক- সবার।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

কোচ বাছাইয়ে অংশ নিতে পাইবাসের ঢাকা সফর

আবারও আলোচনায় তামিমের ‘জঘন্য উইকেট’ ইস্যু

বোর্ড মিটিংয়ের পরপরই নতুন কোচের নাম!

হাথুরুসিংহে প্রসঙ্গে এখনও দ্বিধায় বিসিবি

সাবেকদের কাঠগড়ায় বোলাররা

Leave A Comment