SCORE

Trending Now

টেস্ট চ্যাম্পিয়নশিপঃ দূর হবে টাইগারদের ম্যাচ খরা

Share Button

আইসিসির সর্বশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৯ বিশ্বকাপের পর শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ, লিগ পদ্ধতিতে যেখানে অংশ নেবে র‍্যাংকিংয়ের সেরা নয়টি টেস্ট দল। দীর্ঘ সময় ধরে র‍্যাংকিংয়ের নবম স্থানকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে বাংলাদেশ দল। তালিকার ১০, ১১ ও ১২তম স্থানে থাকা জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড অচিরেই বাংলাদেশকে পেছনে ফেলার সুযোগ কার্যত নেই। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া অনেকটাই নিশ্চিত বাংলাদেশের জন্য।

টেস্ট চ্যাম্পিয়নশিপঃ দূর হবে টাইগারদের ম্যাচ খরা

টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিলে বাড়বে বাংলাদেশের ম্যাচের সংখ্যা। তাতে নিশ্চিতভাবেই দূর হবে ম্যাচের খরা। দেশের ক্রিকেটের জন্য এটি বেশ ইতিবাচক এক খবরই। আইসিসির নতুন সিদ্ধান্তে তাই হাসি ফুটেছে দেশের ক্রিকেট-অঙ্গনে।

Also Read - ইঞ্জুরিতে মুস্তাফিজ, খেলছেন না প্রথম ওয়ানডেতে

লিগ শুরু হওয়ার বাকি এখনও দুই বছর, খোলাসা হয়নি এর বিস্তারিতও। তবুও এখানে অংশ নিতে পারলে যে দেশের ক্রিকেটের লাভ, সেটিই জানালেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম। সময় টিভির সাথে আলাপকালে প্রবীণ এই ক্রিকেট ব্যক্তিত্ব বলেন, ‘ন্যূনতম অংশগ্রহণের সুযোগ মনে হয় তৈরি হবে। আমরা নয়টা দলের মধ্যে আছি এবং সেই কারণেই আমরা এ সুযোগটা পাচ্ছি। টেস্টে যারা এই নয় দলের বাইরে আছে তাদের জন্য ব্যাপারটা কঠিন হবে। আর এটা আমাদের জন্য একটা সুযোগ। এর মধ্য দিয়ে চেষ্টা করলে হয়তো আমাদের স্ট্যাটাসটাকে আরেকটু বাড়াতে পারবো, র‍্যাঙ্কিংটাকে আরেকটু বাড়াতে পারবো। যদিও এখনো অনেক কিছুই কিন্তু খোলাসা করে বলা হয়নি। কিভাবে রেটিংগুলো করা হবে, কার সাথে কার খেলা হবে, সেই ফলাফলের পয়েন্ট সিস্টেম কী হবে… কিছু কিছু জিনিস এখনো ধোঁয়াটে রয়ে গেছে।’

এ বিষয়ে জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক শামীম আশরাফ চৌধুরী সময় টিভিকে বলেন, ‘আমাদের বাইরে খেলার সুযোগটা অনেক কম ছিলো। এখন যেটা হবে যে, ভারত আপত্তি করতে পারবে না। ইংল্যান্ডও আপত্তি করতে পারবে না। কেউই আপত্তি করতে পারবে না। আমরা ওদের মাটিতে গিয়ে খেলবো, ওরা আমাদের মাটিতে এসে খেলবে। অনেক সময় যে সমস্যাগুলো হয় যে, আমরা টেস্ট কম খেলবো বা ওয়ানডে বেশি খেলবো; এই ধরণের যে একটা অনুরোধ থাকে সেটা কিন্তু আর থাকছে না।’

উল্লেখ্য, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এ পর্যন্ত বাংলাদেশ দল ১০৪টি টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে জিতেছে ১০টি, ড্র ১৫টি আর হেরেছে ৭৯টি ম্যাচ।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

বিশ্বকাপ বাছাইয়ের আয়োজক জিম্বাবুয়ে

আসছে টেস্ট ও ওয়ানডে লিগ, আইসিসির অনুমোদন

২০১৯ বিশ্বকাপ নিয়ে ভাবছেন হাথুরুসিংহে

দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৯ বিশ্বকাপে খেলতে চান পিটারসেন

২০১৯ বিশ্বকাপেও খেলতে চান গেইল

Leave A Comment