SCORE

Breaking News

দ্বিতীয় টেস্টের একাদশে থাকছেন না তামিম

Share Button

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সফরের দ্বিতীয় টেস্টের পাশাপাশি ওয়ানডে সিরিজে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবালের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

লর্ডসে শতক যেকোনো ক্রিকেটারের জন্য স্পেশাল

দক্ষিণ আফ্রিকা সফরে বেনোনিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সময় তামিম ইকবাল চোট পেয়েছিলেন বাঁ-পায়ের পেশিতে। এরপর চোট থেকে পুরোপুরি সেরে উঠার আগেই আবারো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমে ছিলেন পচেফস্ট্রুমে টেস্টে। যা শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছে এই ওপেনারের জন্য।

Also Read - রংপুর রাইডার্সে সেই বিস্ময়বালক মোস্তাফিজ

পচেফস্ট্রুম টেস্টে স্বাগতিক প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় প্রস্তুতি ম্যাচে আঘাতপ্রাপ্ত হওয়া একই স্থানে আবারো চোট পান ২৮-বছর-বয়সী এই ব্যাটসম্যান। এর জন্য অনেকক্ষণ মাঠের বাইরেও অবস্থান করতে দেখা যায় তাঁকে। পরবর্তীতে চোট নিয়েই লড়াই করে গেছেন স্বাগতিকদের বিপক্ষে।

প্রথম টেস্ট শেষে তামিমের চোটের ধরণ জানতে স্থানীয় এক চিকিৎসকের সহযোগিতা নেওয়া হয়। বিশেষজ্ঞ এই চিকিৎসকের মতে চোট থেকে সেরে উঠতে চার সপ্তাহের বিশ্রাম প্রয়োজন দেশ সেরা ওপেনারের। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্ট তো বটেই দক্ষিণ আফ্রিকাদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অনিশ্চিত হয়ে পড়েছেন বাঁ-হাতি এই ওপেনার।

তবে আশার বাণী হচ্ছে জাতীয় দলের ফিজিও বলছেন ১০ থেকে ১২ দিন ভালোমতো বিশ্রাম নিলে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন তামিম। যার ফলে, ওয়ানডে সিরিজে তাঁকে নিয়ে এখনো আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

তবে দলের সেরা ব্যাটসম্যানকে ছাড়াই দ্বিতীয় টেস্টে রাবাদাদের বিপক্ষে পরীক্ষা দিতে হবে বাংলাদেশী ব্যাটসম্যানদের। দ্বিতীয় টেস্টের একাদশে তাঁর না থাকার ফলে সৌম্য সরকারের সাথে ইনিংসের গোড়াপত্তন করার আরো একটি সুযোগ মিলছে ইমরুল কায়েসের ভাগ্যে। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টের দলে কায়েস বাদ পড়ছেন এমনটা ভাবা হলেও, নিজেকে প্রমাণ করার সম্ভাব্য শেষ সুযোগ পাচ্ছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ৬ অক্টোবর থেকে ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত হবে।

Related Articles

মাইলফলক স্পর্শ করলেন কায়েস

হাথুরুসিংহেকে ‘ক্রিকেট গিয়ার্স’ আনতে বলেছিলেন ইমরুল!

রাজশাহীকে উড়িয়ে দিলো কুমিল্লা

ওয়ানডেতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

তামিমের যোগ্য সঙ্গী কি সৌম্য?