SCORE

Breaking News

প্রথম ওয়ানডেতে এখনও নিশ্চিত নন তামিম

Share Button

আর একদিন পরই শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে অনুষ্ঠিত টেস্ট সিরিজ ও ওয়ানডের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলে ছিলেন না ইনজুরির শিকার হওয়া তামিম ইকবাল। তামিমের ইনজুরি কতটুকু সেরেছে, কিংবা তা প্রথম ওয়ানডেতে তার খেলার জন্য যথেষ্ট কি না- সেটি জানা যায়নি এখনও। তাই ১৫ অক্টোবরের ম্যাচে এখনও নিশ্চিত নন তামিম।

akram tamim আকরাম তামিম

তামিমের খেলা-না খেলা শনিবার বিসিবির সাংবাদিক লাউঞ্জে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংস্থাটির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘ফিজিওর সাথে কথা হয়েছে। ওরা অনুশীলনে গেছে। ফিরলে সন্ধ্যায় পরীক্ষা করে দেখা হবে সে কতটা ফিট আছে। তারপরই সিদ্ধান্ত নেয়া হবে।’

Also Read - ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নামছে মাশরাফিরা

এদিকে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম নেওয়ার পর ওয়ানডে সিরিজে দলে ফিরেছেন এই ফরম্যাটের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তো আছেনই, আছেন মাহমুদউল্লাহ ও এখনও কিছুটা ইনজুরি বয়ে বেড়ানো তামিম ইকবালও। এদের উপস্থিতিতে দলের মনোবল বৃদ্ধি পায় জানিয়ে আকরাম বলেন, ওয়ানডেতে ভালো করার সুযোগ রয়েছে টাইগারদের।

তিনি বলেন, ‘তামিম, সাকিব, মাহমুদউল্লাহ আর মাশরাফি দলে থাকলে দলের অন্য সবার মনোবল বেশ ভালো থাকে। ফলে ওয়ানডেতে ভালো করার সুযোগ রয়েছে বাংলাদেশের।’

প্রথম ওয়ানডের ভেন্যু কিম্বার্লিতে খেলেছিলেন আকরাম খানও। ফ্ল্যাট উইকেট হলে খেলোয়াড়েরা ভালো করবে বলেই বিশ্বাস তাঁর- ‘ওখানে আমরা খেলেছি। তখন ফ্ল্যাট উইকেট ছিল। এখনও যদি তেমন উইকেট হয়, তবে আমাদের ছেলেরা বেশ ভালো করবে।’

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর কিছুটা চাপে তো অবশ্যই রয়েছে বাংলাদেশ। তবে আকরামের বিশ্বাস, চাপ কাটিয়ে উঠতে পারলে জয় নিয়ে মাঠ ছাড়া অসম্ভব কিছু নয়- টেস্ট সিরিজে হারার জন্য মানসিকভাবে কিছুটা চাপে থাকতে পারে বাংলাদেশ। যদি সেটা ওভারকাম করতে পারে তবেই জেতা সম্ভব।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

হাথুরুসিংহে প্রসঙ্গে এখনও দ্বিধায় বিসিবি

সাবেকদের কাঠগড়ায় বোলাররা

‘কীভাবে মিডিয়াতে কথা বলতে হয় জানতে হবে’

তামিমের বিশ্রামের ব্যাপারে জানেন না আকরাম-নান্নু

দল নির্বাচনে দু’দিন সময় নিলো বোর্ড