SCORE

Trending Now

মুশফিককে ডু প্লেসিসের খোঁচা!

পচেফস্ট্রুম টেস্টে টস নিয়ে কম কথা হয়নি। ম্যাড়মেড়ে উইকেটে, যাকে কিনা ধারাভাষ্যকার ও বিশ্লেষকরাও আখ্যা দিচ্ছিলেন ব্যাটিং স্বর্গ হিসেবে- সেখানে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। সেই সিদ্ধান্ত যে দলের জন্য ক্ষতি ডেকে এনেছিল, তা বোঝা গিয়েছিল ম্যাচের দল দেখেই।

মুশফিককে ডু প্লেসিসের খোঁচা!

প্রথম টেস্টের টস শেষে আগে ব্যাটিং পেয়ে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস জানিয়েছিলেন, টস জিতলেও ব্যাটিংই নিতেন তিনি। বাংলাদেশের টস-জয়ী সিদ্ধান্তও তাই গিয়েছে তাদের পক্ষে।

Also Read - সাকিব-তামিম ছাড়াই আত্মবিশ্বাসী মুশফিক

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগেও উইকেট ও টস রইল আলোচনার শীর্ষে। আর এ নিয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমকে খোঁচাও দিলেন প্রতিপক্ষ দলপতি ফাফ ডু প্লেসিস।

ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্টের উইকেট প্রথম টেস্টের মতো হবে না- এটি প্রায় নিশ্চিতই। উইকেট ব্যাটিং-বান্ধব হবে না ব্যাটিং-বান্ধব, সেটি পরিষ্কার হওয়ার জন্যই হয়ত স্বাগতিক অধিনায়ককে জিগ্যেস করা হয়েছিল- টস জিতলে কী হবে তার সিদ্ধান্ত। জবাবে রসিকতাপূর্ণ উত্তর দিয়ে মুশফিককে যেন খোঁচাই মারলেন ডু প্লেসিস।

তিনি বলেন, ‘সিদ্ধান্তটা আমরা বাংলাদেশের অধিনায়কের ওপর ছেড়ে দেব।’

সিরিজের দ্বিতীয় টেস্টে ভালো করার জন্যও পেস আক্রমণে ভরসা রাখছেন ডু প্লেসিস। আর তিনি চাচ্ছেন, পেস দিয়েই চাপে ফেলতে সফরকারীদেরকে। তিনি বলেন, ‘আমাদের একটি শক্তিশালী পেস আক্রমণ দরকার হবে। কারণ আপনি বাংলাদেশকে পেস দিয়ে চাপে ফেলতে চাইবেন।

তবে বাংলাদেশের সামর্থ্যকে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক দেখলেন বড় করেই- ‘নিজেদের দিনে ওরা বিপজ্জনক হতে পারে। যদি আমরা ওদের ওপর চাপটা ধরে রাখতে পারি, আমাদের ওপরে যাওয়ার সুযোগ না দিই তাহলে সব ঠিক থাকবে। এই ম্যাচ আমাদের ধারাবাহিকতা দেখানোর সুযোগ।

ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। এতে ডু প্লেসিসের মনে কাজ করছে স্বস্তি- ‘তামিমের না খেলা আমাদের দলের জন্য ভালো খবর। কারণ, আমার চোখে ও বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। অনেক অভিজ্ঞও। আর এমন কন্ডিশনে কিভাবে ব্যাটিং করতে হয়, তা তামিম জানে।

উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টে ইনজুরি ও আইসিসির নিয়মে বাঁধা পরে নিজের মতো করে ব্যাটিং করতে পারেনি বাংলাদেশের ব্যাটিং নির্ভরতার প্রতীক তামিম ইকবাল। ইনজুরির কবলে পরে এই বাঁহাতি ব্যাটসম্যানের ওয়ানডে সিরিজ খেলা নিয়েও রয়েছে শঙ্কা।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

    সম্পাদনায়
    আব্দুর রহমান, বিডিক্রিকটাইম

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

‘হাথুরুসিংহেকে ক্ষমতা দেওয়াই বুমেরাং হচ্ছে’

এমন পারফরম্যান্সেরর কারণ খুজঁছেন হাবিবুল

“২০০ রান তাড়ার মানসিকতা তৈরি হয়নি”

টি-২০ তে দ্রুততম শতকের মালিক হলেন মিলার

এবারও হোয়াইটওয়াশে চোখ প্রোটিয়াদের

Leave A Comment