SCORE

Trending Now

যাত্রা শুরু দেশের প্রথম স্পোর্টস রেডিওর

বাংলাদেশের মানুষ ক্রীড়ামোদী হওয়া সত্ত্বেও এদেশে এতদিন ছিল না কোনো ক্রীড়াভিত্তিক টেলিভিশন কিংবা রেডিও চ্যানেল। এ নিয়ে দেশের মানুষের আক্ষেপের শেষ নেই। তবে সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচতে যাচ্ছে এবার। সোমবার উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম স্পোর্টস রেডিওর। আর এতে উপস্থিত থেকে রেডিও স্টেশনটির উদ্বোধন করেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও দেশের ক্রিকেটের অন্যতম সেরা উদ্ভাবন মাশরাফি বিন মুর্তজা

যাত্রা শুরু দেশের প্রথম স্পোর্টস রেডিওর

এ সময় মাশরাফি ছাড়াও উদ্বোধন করতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম ও খ্যাতিমান মহিলা ভারোত্তলক মাবিয়া আক্তার। সোমবার রাজধানীর গুলশানস্থ আম্বার স্টুডিওতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রেডিও স্টেশনটির উদ্বোধন করা হয়।

Also Read - 'আস্থা হারালে চলবে না'

স্পোর্টস রেডিওটির নাম ‘রেডিও এজ’, যা থাকছে এফএম ৯৫.৬ হিসেবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘রেডিও এজ’-এর ম্যানেজিং ডিরেক্টর শাফকাত সামিউর রহমান, ডিরেক্টর আশিক আহমেদ ও মির্জা শিবলী।

এ সময় মাশরাফি বলেন, আমরা খেলোয়াড় হিসেবে সবসময় চেয়েছি শুধুমাত্র ক্রীড়াঙ্গন নিয়ে একটি চ্যানেল হোক। সেই চাওয়া আজ পূরণ হলো রেডিও এজের মাধ্যমে। শুধুমাত্র খেলার সংবাদ নিয়ে চ্যানেল হলে খেলোয়াড়রা উৎসাহিত হবে। সঙ্গে একটা চাওয়াও থাকলো তার রেডিওটির কাছে, রেডিও এজ-কে বলব আপনারা শুধুমাত্র ক্রিকেট বা ফুটবলকে হাইলাইট করবেন  না, অন্য যে খেলা রয়েছে, সবগুলোকে হাইলাইট করবেন।

তারকা ফুটবলার মামুনুল ইসলাম বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে উৎসাহিত করার জন্য কোনো বিশেষায়িত চ্যানেল ছিল না। রেডিও এজের মাধ্যমে সেটা শুরু হলো। আশা করি ধীরে ধীরে আরও অনেক ক্রীড়া চ্যানেল হবে।

নিজেদের কর্মপরিকল্পনা জানিয়ে রেডিও স্টেশনটির ব্যবস্থাপনা পরিচালক শাফকাত সামিউর রহমান বলেন, নিশ্চিতভাবেই রেডিও এজ শুধুমাত্র ধারাভাষ্য কেন্দ্রিক একটি স্টেশনে পরিণত হবে না। দেশ ও আন্তর্জাতিক পর্যায়ের সব ধরণের খেলার আপডেট, ধারাভাষ্য, ভেতরের খবর, খেলোয়াড়দের ব্যাক্তিজীবন, স্পোর্টস ফ্যাশনসহ ক্রীড়া সম্পৃক্ত সম্ভাব্য সব বিষয়ই হবে রেডিও এজর অনুষ্ঠানের উপজীব্য।

আরও পড়ুনঃ ভাইকিংসের উদীয়মানদের দিকে তাকিয়ে বিজয়

Related Articles

বিসিএলের শেষ রাউন্ডে আছেন মাশরাফি, নেই রিয়াদ

ফিটনেস উন্নতিই মূল লক্ষ্য তাসকিনের

চোটমুক্ত হওয়াই তাসকিনের প্রথম কাজ

মাশরাফির নড়াইল এক্সপ্রেসের সাথে আইপিডিসি ফিন্যান্সের চুক্তি

দুঃসময়ে তরুণদের পাশে মাশরাফি