SCORE

Trending Now

স্টোকসকে ‘হিরো’ বললেন সমকামী দম্পতি

Share Button

গত মাসে লন্ডনের ব্রিস্টলে মারামারি করে ক্যারিয়ারটাই ভেস্তে যেতে বসেছে ইংলিশ ক্রিকেটার বেন স্টোকসের। ঐ ঘটনার জেরে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন স্টোকস, শেষ মুহূর্তে বাদ পড়েছেন মর্যাদার অ্যাশেজের দল থেকে। শুধু তাই নয়, হারিয়েছেন মূল্যবান স্পন্সরও। এছাড়া কপালে জুটছিল হাজতবাসও।

কাই ব্যারি ও বিলি ও’কনেল
কাই ব্যারি ও বিলি ও’কনেল। ছবিঃ ইন্টারনেট

তবে এতসব ঘটনা, বিতর্ক আর সমালোচনা টপকে এবার সংবাদমাধ্যমের শিরোনাম ‘নায়ক’ স্টোকস। স্টোকসের নামের আগে ‘নায়ক’ বা ‘হিরো’ শব্দটা কতটা মানানসই, এ নিয়ে তর্ক হতে পারে। তবে বেন স্টোকসকে ‘হিরো’ বলেই আখ্যা দিচ্ছেন এক সমকামী দম্পতি।

ঐ সমকামী দম্পতি সেদিন স্টোকসের মারামারির প্রত্যক্ষদর্শী ছিলেন। আদতে তারাই ছিলেন ঘটনার কেন্দ্রবিন্দু। তাদেরকে উত্যক্ত করছিলেন কিছু লোক। বিব্রত অবস্থায় কী করবেন যখন ভেবে পাচ্ছিলেন না, তখনই স্টোকস আবির্ভূত হন ত্রাতা হয়ে। সেখানেই সূত্রপাত ঘটে মারপিটের।

Also Read - করের রশিদই পান না ক্রিকেটাররা!

কাই ব্যারি ও বিলি ও’কনেল নামের এই দম্পতি বলেন, ‘স্টোকসের সঙ্গে আমরা ক্লাবে সাক্ষাত করি। সে আমাদের ড্রিংকস এনে দেয়। হেলসের সঙ্গেও আমরা দেখা করি। আমরা স্টোকসের প্রতি খুবই কৃতজ্ঞ যে, আমাদের সাহায্যে সে এগিয়ে এসেছিল। সে ছিল রিয়েল হিরো। কাই ভয় পেয়েছিলো তার ওপর আক্রমণ হতে পারে ভেবে। যদি স্টোকস হস্তক্ষেপ না করতো তবে আমাদের জন্য বাজে একটি দিন হয়ে থাকতো।’

কাই ব্যারি বলেন, আমি কোনো যোদ্ধা নই, আর আমরা চাইনি কোনো লড়াই করতে আমাদের বড় কোনো দুর্ঘটনা হতে পারতো তবে বেন ছিল সত্যিকারের জেন্টলম্যান

ও’কনেলের প্রত্যাশা, শীঘ্রই দলে ফিরবেন স্টোকস- বেন সত্যিই অসাধারণ একজন মানুষ। আমি মনে করি সে ইংল্যান্ডের অ্যাশেজ দলে ফিরবে। ঘটনার জন্য তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেলে সেটি হবে দুঃখজনক। সে শুধুমাত্র কাইকে বাঁচাতে চেয়েছিল।

বিশ্বের বেশিরভাগ দেশে সমকামীতা চরম ঘৃণিত কাজ হিসেবে বিবেচ্য। যদিও ইংল্যান্ডে পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশের মতো বিষয়টির বৈধতা রয়েছে। এজন্যই হয়ত তাদের বাঁচাতে গিয়ে ক্যারিয়ার হারাতে বসেছেন বেন স্টোকস।

আরও পড়ুনঃ করের রশিদই পান না ক্রিকেটাররা!

Related Articles

ওয়ানডে দলে স্টোকস

বিদেশ-বিভূঁইয়ে দেশের ক্রিকেটের ফেরিওয়ালা

বোলারদের দিনে অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়

আইপিএল খেলতে রুটের জাতীয় দল থেকে বিশ্রাম!

এবার সাইফদের সামনে ইংল্যান্ড চ্যালেঞ্জ

Leave A Comment