SCORE

Trending Now

আবারও পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা!

Share Button

২০০৯ সালে যে শ্রীলঙ্কান দলের উপর জঙ্গি হামলার কারণে পাকিস্তানে নির্বাসিত হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট, সেই পাকিস্তানেই আন্তর্জাতিক ক্রিকেট পুরোদমে ফিরছে শ্রীলঙ্কার মাধ্যমে! সম্প্রতি একটি টি-২০ ম্যাচের জন্য পাকিস্তান সফর করা শ্রীলঙ্কা এবার দেশটিতে সফরে পাঠাচ্ছে তাদের বিভিন্ন পর্যায়ের দলকে।

আবারও পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা!

সম্প্রতি পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের দুই ম্যাচ টেস্ট ও পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে, যেটি ২০০৯ সালের হামলার পর থেকে পাকিস্তানের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম দুটি ম্যাচ সেখানে মাঠে গড়ালেও তৃতীয় ম্যাচের ভেন্যু ছিল পাকিস্তানের লাহোর।

Also Read - পঞ্চম বিপিএলের উপস্থাপনায় নতুন মুখ

এই ম্যাচ নিয়ে লঙ্কান টিম ম্যানেজমেন্টে উঠেছিল ঝড়। অনেক খেলোয়াড় পাকিস্তান সফরে যেতে রাজী না হওয়ায় তাদের বাদ দিয়েই ঘোষণা করা হয়েছিল টি-২০ স্কোয়াড। যদিও এর প্রভাব পড়েছে মাঠের খেলায়। একগাদা নতুন খেলোয়াড় নিয়ে ফর্মে থাকা পাকিস্তানের বিপক্ষে মোটেও ভালো করতে পারেনি শ্রীলঙ্কা।

তবে এই সফরে শ্রীলঙ্কার প্রাপ্তি রাজসিক অভ্যর্থনা ও রাষ্ট্রপ্রধান পর্যায়ের নিরাপত্তা। পাকিস্তানের আতিথেয়তায় লঙ্কানরা এতই মুগ্ধ যে এবার তারা শ্রীলঙ্কার ‘এ’ এবং অনূর্ধ্ব-১৯ দলকেও পাকিস্তান সফরে পাঠাতে চাচ্ছে। এই সফর দুটি সফল হলে নিকট ভবিষ্যতে পাকিস্তানে পূর্ণাঙ্গ সফরে যেতে পারে শ্রীলঙ্কা জাতীয় দলও।

পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে পূর্ণ সন্তুষ্টি জানিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী আশলে দি সিলভা বলেন, তারা আমাদের যেভাবে কথা দিয়েছিল ঠিক সেভাবেই সব কিছু হয়েছে। আমরা সত্যিই খুব সন্তুষ্ট ওখানকার নিরাপত্তাব্যবস্থা নিয়ে। আমাদের এফটিপিতে এই মুহূর্তে পাকিস্তান নেই। তবে খুব শিগগির অন্তত একটা সফর যোগ হবে। আমরা আমাদের দল এবং অনূর্ধ্ব-১৯ দলকে পাকিস্তানে পাঠাব অল্প সময়ের মধ্যেই।

লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরার ভাষায়, তাঁর দীর্ঘ ক্যারিয়ারেই এমন নিরাপত্তাব্যবস্থা দেখেননি আগে! তিনি বলেন, আমার ৯ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে এমন নিরাপত্তাব্যবস্থা আর কোথাও দেখিনি। আশা করি আমরা আবারও পাকিস্তানে খেলতে যাব।

আরও পড়ুনঃ বিদেশিদের উপরই ভরসা খুলনা টাইটান্সের

Related Articles

অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন শোয়েব মালিক

নিউজিল্যান্ড ৪, পাকিস্তান ০

৭৪ রানেই শেষ পাকিস্তান

‘ভারতের সাথে না খেললে আমাদের ক্রিকেট মরে যাবে না’

পাকিস্তানের বিপক্ষে কিউই দলে ফিরলেন গাপটিল

Leave A Comment