SCORE

Trending Now

আমিরকে নিয়ে ঢাকা ডায়নামাইটসের দোটানা

Share Button

মোহাম্মদ আমির- পাকিস্তানের আলোচিত পেসার। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন। যদিও বড় সময়ের ঐ নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন আবারও স্বরূপে, আখ্যা পাচ্ছেন বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার হিসেবে।

mohammad-amir

সেই আমিরকে চলমান বিপিএলে দলভুক্ত করেছে গত আসরের শিরোপাজয়ী দল ঢাকা ডায়নামাইটস। ইতোমধ্যে আমির দলের সাথে যোগও দিয়েছেন। কিন্তু সেই আমিরকে নিয়ে দোটানায় পড়েছে দলটি।

Also Read - মালিঙ্গাকে ছেড়ে দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স!

দোটানা আমিরকে খেলানো-না খেলানো প্রসঙ্গে। বিশ্বের অন্যতম সেরা এই পেসারকে একাদশে জায়গা দিতে হলে একজন নিয়মিত বিদেশিকে বাদ দিতে হবে। কিন্তু কাকে বাদ দেবে ঢাকা ডায়নামাইটস, ভালো করছেন যে সবাই-ই!

এ প্রসঙ্গে দলের কোচ খালেদ মাহমুদ সুজন অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজকে বলেন,  ‘আমি আমার দলের শক্তির জায়গায় হাত দিতে গিয়ে দশবার ভাবছি। আমার মনে হয় এ মুহূর্তে আমার দলের যে শক্তি আছে, সেটা ব্যাটসম্যান কেন্দ্রীক বা ব্যাটিং নির্ভর। আমার বিদেশি কোটায় যে পাচঁজন খেলছে (লুইস, আফ্রিদি, সাঙ্গাকারা, পোলার্ড ও নারিন ) তারা সবাই ব্যাট হাতে অবদান রাখতে পারে, রেখেছেও।’

পাঁচজন বিদেশি খেলানো নিয়ে বিতর্ক চললেও, এক্ষেত্রে ঢাকার ক্ষেত্রে সংখ্যাটা পরিণত হয়েছে ‘কম’-এ! সুজন বলেন, যেহেতু পাঁচজনের বেশী ফরেনার খেলানো যাবে না, তাই আমিরকে খেলাতে হলে ঐ পাঁচজনের একজনকে বাদ দিতেই হবে। আর তা দিতে গেলেই আমার দল থেকে একজন ব্যাটসম্যান কমাতে হয়। আমি আমার ব্যাটিং শক্তি কমিয়ে মাঠে নামবো কিনা, সেটাই ভাবছি। তাই বলতে পারছি না, আমির খেলবে কিনা। ওর খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি।

সোমবার বিপিএলের হাই ভোল্টেজ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই প্রসঙ্গে ঢাকার কোচ আরও বলেন, দুটিই ভালো দল । দুই দলের সামর্থ্য ও শক্তি যথেষ্ট। দুই দলেই বেশ কজন ম্যাচ উইনারও আছে । আমার মনে হয় খুব ভালো খেলা হবে। মাঠে যারা সময় মত জ্বলে উঠতে পারবে, তারাই জিতবে।

আরও পড়ুনঃ ইউএসএইডের শুভেচ্ছাদূত মাহমুদউল্লাহ

Related Articles

টি-টোয়েন্টিতে তিনের সমাধান মুশফিক!

সুজনের কথার উল্টো সুর তামিমের কণ্ঠে

শুধু গামিনীর দায়, মানতে নারাজ সুজন

‘রাস্তায় গেলে আমাকে মারও খেতে হতে পারে’

মোসাদ্দেক ও আবাহনী প্রসঙ্গে সুজনের বক্তব্য

Leave A Comment