SCORE

Trending Now

এখনও সঠিক কম্বিনেশন খুঁজছে ভাইকিংস

শুরুর অংশ শেষ হয়ে প্রায় মাঝামাঝিতে পা রেখেছে পা রেখেছে বিপিএলের লিগ পর্ব। অথচ এখনও দলের সঠিক কম্বিনেশনই খুঁজে পায়নি বিপিএলে চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল চিটাগং ভাইকিংস!

এখনও সঠিক কম্বিনেশন খুঁজছে ভাইকিংস
ছবিঃ বিডিক্রিকটাইম

সোমবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এমনটাই জানান দলের অন্যতম প্রধান ক্রিকেটার সিকান্দার রাজা। তবে জিম্বাবুয়ের এই ক্রিকেটার আশা প্রকাশ করেন, আগামী ২-১ ম্যাচের মধ্যেই সেই কাঙ্ক্ষিত কম্বিনেশন খুঁজে পাবেন তারা।

এখনও উদ্বিগ্ন হওয়ার সময় আসেনি- এমনটা জানিয়ে সিকান্দার রাজা বলেন, ‘আমার মনে হয় আমরা আমাদের দিকে ফলাফল আনতে সক্ষম হইনি। আপনি কখনোই জানেন না, পরের তিন ম্যাচের তিনটিতেই আমরা জিতেও যেতে পারি। তাই উদ্বিগ্ন হওয়ার সময় এটা না।’

Also Read - উবার মোটো’র রাইডে খুশি মাশরাফি

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি কম্বিনেশন খুঁজে পাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা এখনও সঠিক কম্বিনেশন খুঁজছি। আমি নিশ্চিত আগামী দুই এক ম্যাচের মধ্যেই আমরা সেটা খুঁজে পাব। ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে। আমরা সেটা করবো।’

সিলেট পর্বে দুই’শ ছাড়ানো স্কোর দেখা গেলেও ঢাকায় এসেই আবারও বিপিএলে চলছে রান খরা। নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইটান্সের করা ১৭০ রানই টপকাতে পারেনি চিটাগং ভাইকিংস। জয়ের লক্ষ্যে খেলতে নেমে চিটাগং খেলেছে দৃষ্টিকটু ধীরগতির ইনিংস। যদিও এখন পর্যন্ত পঞ্চম বিপিএলের ঢাকা পর্বে ১৭০-ই এক ইনিংসে সর্বোচ্চ স্কোর।

সিকান্দার রাজার মতে, ১৭০ ঢাকার মাঠে বড় সংগ্রহই; তাই ম্যাচটিকেও তিনি মানছেন হাই স্কোরিং ম্যাচ হিসেবে, ‘১৭০, আমার মনে হয় এটা হাই স্কোরিং ম্যাচ। কার্লোস ব্র্যাথওয়েট ও আরিফুল হক খুবই ভালো ব্যাটিং করেছে। টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনি ঢাকাতেও হাই স্কোরিং ম্যাচ দেখতে পাবেন।’

ঢাকার উইকেট প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকার উইকেট কিছুটা স্টিকি। এখানে পেস ও বাউন্স ভালো হয়।’

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ নভেম্বর) হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস। উভয় দলেরই এটি আসরে চতুর্থ ম্যাচ।

আরও পড়ুনঃ অবসরে যাচ্ছেন সাঈদ আজমল

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

বিসিবি ও চিটাগং ভাইকিংসকে সিকান্দার রাজার ‘ধন্যবাদ’

আশরাফুলকে দেখে ক্রিকেটে আগ্রহ আল-আমিনের

ব্যর্থতার কারণ জানেন না রনকিও

বড় জয়ে শেষ চারের লড়াইয়ে টিকে রইলো নাসিররা

এক ম্যাচে নাসিরের দুই মাইলফলক স্পর্শ

Leave A Comment