SCORE

Trending Now

এসএলসির সাথে আলোচনা সম্পন্ন করেছেন হাথুরুসিংহে

Share Button

বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে সফল কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ছেন- এটি পুরনো বিষয়। যদিও বিসিবি হাথুরুসিংহেকে স্বপদে বহাল রাখার আপ্রাণ চেষ্টা করছে। তবে সম্প্রতি জানা গেছে, বাংলাদেশের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করা হাথুরুসিংহে নিজ দেশ তথা শ্রীলঙ্কা জাতীয় দলেরই কোচ হচ্ছেন।

চন্ডিকা হাথুরুসিংহে

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড- এসএলসির সাথে কোচ হওয়ার ব্যাপারে মৌখিক আলোচনা সম্পন্ন করেছেন হাথুরুসিংহে। আগামী এক সপ্তাহের ভেতরেই বোর্ডের সাথে হাথুরুসিংহের চুক্তি সম্পন্ন হবে বলেও বলা হয়েছে। সেই হিসেবে আগামী মাসে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরে হাথুরুসিংহে থাকবেন সফরকারীই।

Also Read - একটি জয়ই পাল্টে দেবে রংপুরকে!

এ প্রসঙ্গে ক্রিকইনফোর ঐ প্রতিবেদনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমরা এখনও জানি না সে আমাদের এখানে থাকছে কী থাকছে না। কিংবা অন্য কোথাও চাকরি নিচ্ছে কি-না সেটাও জানি না।’

তার মতে, হাথুরুসিংহে শ্রীলঙ্কার কোচ হয়ে বাংলাদেশ সফরে আসলে বেশ ভালোই সুবিধা পাবে লঙ্কানরা। জালাল ইউনুস বলেন, ‘যদি সে শ্রীলঙ্কার কোচের পদ গ্রহণ করে এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজেই এখানে আসে, তাহলে এটা লঙ্কানদের জন্য বিশাল সুবিধার। কারণ, আমাদের খেলোয়াড়দের সম্পর্কে এ মুহূর্তে হাথুরুসিংহে ছাড়া আর কেউ বেশি জানে না।’

তিনি আরও বলেন, ‘শুধুমাত্র ল্যাপটপে বসেই নয়, একেবারে হাতে-কলমে সব কিছু জানে সে। তিনি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্পর্কেও অবহিত। আমাদের উইকেট এবং পরিবেশ সম্পর্কেও তার স্বচ্ছ ধারনা, জানা-শোনা। তবে এটা ঠিক, লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে সে দীর্ঘদিন পর কাজ করতে যাবে। সুতরাং, এখানে তার মানিয়ে নিতে কিছু সময় লাগতেই পারে।’

সব মিলিয়ে বলা যায়, হাথুরুসিংহের শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। চলমান এই ইস্যু শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটিই এখন দেখার বিষয়!

আরও পড়ুনঃ লক্ষণের ‘ড্রিম টেস্ট একাদশ’-এ সাকিব

Related Articles

হাথুরুসিংহেকে পুরো স্বাধীনতাই দিচ্ছে শ্রীলঙ্কা

হাথুরুর জন্য এক মাসের ক্ষতিপূরণ দিবে এসএলসি

হাথুরুকে পেতে বিসিবিকে এসএলসির চিঠি

Leave A Comment