SCORE

Trending Now

”ও আমার পাশে তাজিম থেকেই”

Share Button

দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফিরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ।  গণমাধ্যমের আড়ালেই বিয়ের কাজ সম্পন্ন করেছেন এ ক্রিকেটার। সম্প্রতি যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তাসকিন জানালেন হঠাৎ বিয়ের কারণ। অন্য নারী ভক্তদের আহ্বান জানালেন ‘ভাই’ হিসেবে ভালোবাসার।

তাসকিনের বিয়েঃ মাঠে স্বরূপে ফিরবেন তো?

তাসকিন জানান আগামী বছর নতুন ফ্ল্যাটে উঠতে যাচ্ছেন তারা। বাবা-মায়ের ইচ্ছে নিজেদের বাড়িতেই অনুষ্ঠিত হোক তাসকিনের বিয়ে। তাই পরিকল্পনা ছিল এ বছরেই বিয়ে দেওয়ার।

Also Read - নানির জন্যই ক্রিকেটে মাশরাফি

স্ত্রী রাবেয়া নাঈমার সাথে সম্পর্কের শুরুটা সাত বছর আগের। সাত বছরের সম্পর্কের পরিণতি ঘটলো বিয়েতে। তবে পরিচয়ের শুরুতে তাসকিন ছিলেন নাঈমার সবচেয়ে অপছন্দের ছেলে! অকপটে স্বীকার করেছেন তাসকিন নিজেই।

তাসকিন বলেন, ওর কাছে ক্লাসের সবচেয়ে অপছন্দের ছেলে ছিলাম আমি। কারণ আমি বেশি দুষ্টু ছিলাম। পরে আস্তে আস্তে কথা বলা শুরু হলো। মাঝে মাঝে ইচ্ছা করে ক্লাসের সাজেশন নিতে যেতাম ওর বাসায়। আসল কারণটা ছিলো তাকে দেখা আর সিলেবাসটা শুধু বাহানা। মোট কথায় অনেক কষ্ট হয়েছে ওকে কনভিন্স করতে।

তাসকিনের নারী ভক্তের অভাব নেই। বিয়ে করে তাদের হৃদয় ভাঙলেন না তো? খোলামেলা প্রশ্নের জবাব তাসকিনও দিলেন খোলামেলা ভাবে। জানালেন, ক্রিকেটার তাসকিন আহমেদ হয়ে উঠার আগে থেকেই তার পাশে নাঈমা। তাসকিন বলেন, “মেয়ে ভক্তরা তো হয়েছে আমি তাসকিন আহমেদ হওয়ার পর। আর ও আমার পাশে তাজিম থেকেই।”

নারী ভক্তদের উদ্দেশ্যে বলেন, “শুধুমাত্র বিয়ে হয়েছে বলে তারা আমাকে পছন্দ করা কমিয়ে দেয় তাহলে এটা কিন্তু আনফেয়ার। এটা হতে পারে যে আগে এক দৃষ্টিতে দেখতো আর এখন ভাইয়ের দৃষ্টিতে দেখবে। ভাই হিসেবে ভালোবাসবে।”

মধুচন্দ্রিমার পরিকল্পনা এখনো করা হয়ে উঠেনি তাসকিনের। দরজায় কড়া নাড়ছে বিপিএল। এরপর শ্রীলঙ্কা সিরিজের জন্য কন্ডিশনিং ক্যাম্প। ব্যস্ত সময় শেষে অবসর এলেই তা নিয়ে ভাববেন বলে জানিয়েছেন তাসকিন।

Related Articles

বাদ পড়েও ইতিবাচক তাসকিন

সৌম্য-তাসকিনের বাদ পড়ার কারণ

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দলে নাসির

হাথুরু বকেঝকে বলতেন, সুজন বুঝিয়ে বলেন

ব্যাটিং অনুশীলন উপভোগ করছেন তাসকিন

Leave A Comment