SCORE

সর্বশেষ

কোচ প্রসঙ্গে আলোচনায় আগ্রহী নন ক্রিকেটাররা

বাংলাদেশ দলের সর্বশেষ কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর নতুন কোচ কে হবেন- এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। যদিও বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, এখনও হাথুরুসিংহের বিদায় নিশ্চিত হয়নি। তবে এটি যে সময়ের ব্যাপারে, সেটি অনেকটাই স্পষ্ট।

'আগে বোলিং নিলে ভালো হতো'- মাশরাফি

বুধবার রাজধানীর একটি ক্লিনিকে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় দল ও চলমান বিপিএলে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে প্রশ্ন করা হয় হাথুরুসিংহের বিদায় ও নতুন কোচ আসা প্রসঙ্গে। এ সময় দেশি কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘দেশি কোচ নিয়োগ হবে এটা আমি এখনও ক্লিয়ার না। তবে যদি হয়, আমরা সেভাবেই খেলবো। আমরা বিসিবির আন্ডারে আছি, বিসিবি কোচের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে আমরা তাই মেনে নেবো।’

Also Read - বৃষ্টিতে ভেসে গেলো সিলেট ও খুলনার ম্যাচ

মাশরাফি জানান, কোচ যিনিই হোন না কেন; তার অধীনে নিজেদের মানিয়ে নেবেন ক্রিকেটাররা, ‘হাথুরুসিংহের যাওয়াটা তো এখনো কনফার্ম নয়। তিনি এসে আলোচনা করে যদি থেকে যান তাহলে এ নিয়ে প্রশ্ন শেষ। আর দেশি কোচ এর আগে সরোয়ার ইমরান স্যার ছিলেন, আমি ওনার আন্ডারে খেলেছি। একটা সময় সুজন ভাইও জেমি সিডন্সের সময় অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ছিলেন, ওনার আন্ডারেও আমরা খেলেছি। স‍ুতরাং যে সিদ্ধান্তই হোক প্লেয়াররা অবশ্যই মানিয়ে নিতে নিতে সক্ষম হবেন।’

ভারতের সর্বশেষ কোচ নিয়োগে আলোচনার জন্ম দিয়েছিল খেলোয়াড়দের সঙ্গে এ নিয়ে বোর্ডের আলোচনা। বাংলাদেশেও এমন আলোচনা প্রয়োজন আছে কি না, সেই প্রশ্ন এখন উড়ছে আকাশে-বাতাসে। তবে মাশরাফি মনে করছেন, এমন প্রয়োজন আদৌ নেই।

তিনি বলেন, ‘আমার সবশেষ ১৬/১৭ বছরে মনে পড়ে না যে, খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে কোচ নিয়োগ হয়েছে। এটা আমি প্রয়োজনও মনে করি না, আমাদের সঙ্গে আলোচনা করার দরকার আছে।’ 

সম্ভাব্য কোচ পরিবর্তন প্রসঙ্গে মাশরাফি আরও বলেন, ‘চেঞ্জ আসলে যত দ্রুত তা মানিয়ে নেওয়া যায়, সেটা আমাদেরই দায়িত্ব। অবশ্যই গত তিন বছর হাথুরুসিংহের আন্ডারে খেলে তার প্ল্যান বা ছক আমাদের অনেকটা মুখস্থ হয়ে গিয়েছিলো। এখন তিনি যদি না থাকেন তাহলে আমাদেরও দায়িত্ব হবে, একইসঙ্গে কোচেরও দায়িত্ব হবে দ্রুতই মানিয়ে নেওয়া। কারণ বিশ্বকাপের বেশি দেরি নেই, একইভাবে ২০১৮ সালে আমাদের অনেকগুলো সিরিজ রয়েছে, এজন্য তাড়াতাড়ি আমাদের অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। তবে চেঞ্জ হলেও সেটা যে সিরিয়াস বা নেগেটিভ হবে তা নয়।’

আরও পড়ুনঃ ঢাকায় পৌঁছেছেন ম্যাককালাম

Related Articles

খেলোয়াড়দের সাথে সুসম্পর্ক নতুন কোচের

‘মানিয়ে নিলে বাউন্সি উইকেটে সমস্যা নেই’

ভিসাই পাননি ম্যানেজার, ভারপ্রাপ্ত দায়িত্বে রাবিদ ইমাম

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের টাইটেল স্পন্সর আইপে

দলের সাথে যেতে পারছেন না মিরাজ