SCORE

Trending Now

টস শেষে জুমা আদায়, অতঃপর শুরু ম্যাচ…

Share Button

১৭ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস। শুক্রবার হওয়ায় ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি ছিল জুমাবার।

বিপিএল ২০১৭ আসরের লোগো

বাংলাদেশের জুমার নামাজ সাধারণত যে সময়ে আদায় করা হয়, তখন ছিল সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংসের মধ্যকার ম্যাচের টস-পর্ব। ম্যাচ শুরুর আধঘণ্টা আগে অনুষ্ঠিত হয় টস। বিপিএলের অন্যান্য দিনের সময়সূচী একঘণ্টা এগোলেও শুক্রবারের সময় রয়েছে অপরিবর্তিত; অর্থাৎ আগের সময়- প্রথম ম্যাচ দুপুর দুইটায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটায়।

Also Read - রেকর্ড বইয়ে নাম লেখালেন বিজয়

সেই হিসেবে এই ম্যাচের টস-পর্বের নির্ধারিত সময় ছিল দুপুর দেড়টায়। পেশাদারিত্বের টানে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে টস। তবে এজন্য নামাজ বাদ দেননি ক্রিকেটাররা। টস শেষে ম্যাচ শুরুর আগে যে আধঘণ্টা সময় পাওয়া গেছে, সেই সময়েই গুরুত্বপূর্ণ জুমার নামাজ আদায় করে নেন দুই দলের ক্রিকেটাররা। নামাজ আদায় করে এরপরই সবাই নেমেছেন মাঠে।

শুধু ক্রিকেটাররাই নন, জুমার নামাজে একসাথে অংশ নেন গণমাধ্যমকর্মী ও বিসিবি কর্মকর্তারাও। শুক্রবারে ম্যাচ থাকলে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি একাডেমিতে আয়োজন করা হয় জুমার নামাজের। দুপুর ১:৪০-এ নামাজ শুরু হয়। নামাজ শেষ করে সবাই নির্ধারিত সময়ের মধ্যেই খেলার জন্য প্রস্তুত হয়ে যান।

উল্লেখ্য, এই ম্যাচে সিলেট সিক্সার্সকে ৭ উইকেটে পরাজিত করে রাজশাহী কিংস। এই জয়ে এখনও শেষ চারের আশা টিকে রইল রাজশাহীর। অন্যদিকে গত চার ম্যাচ থেকে জয়ের মুখ না দেখা সিলেট চলে গেলো একটু ব্যাকফুটেই। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে রাজশাহী কিংস জয় পেয়েছে এ নিয়ে মাত্র দুটিতে। অন্যদিকে সিলেট সিক্সার্স মোট সাতটি ম্যাচ খেলে তিনটি ম্যাচে জয় পেয়েছে এবং তিনটিতে হেরেছে, বৃষ্টির কারণে একটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে খুলনা টাইটান্সের সাথে।

আরও পড়ুনঃ সিলেটকে উড়িয়ে দিয়ে রাজশাহীর ৭ উইকেটের জয়

Related Articles

বাংলাদেশকে ম্যাচ জেতাতে চান মিঠুন

মাশরাফিকেই কৃতিত্ব দিলেন মিঠুন

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন আল-আমিন

‘প্রয়োজন’ ছিল তামিমের শাস্তি!

‘বিপিএল খেললে নিজের লেভেলটা বোঝা যায়’

Leave A Comment