SCORE

Trending Now

বাংলাদেশকে পাঁচে দেখতে চান পাপন

Share Button

পুনরায় নির্বাচিত বিসিবি সভাপতি হিসেবে বুধবার ছিল নাজমুল হাসান পাপনের প্রথম দিন। অনেক প্রত্যাশা আর পরিকল্পনাকে সামনে রেখে মঙ্গলবার অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে পাপনের প্যানেল। যা তাদের দক্ষতা ও জনপ্রিয়তাকেই তুলে ধরেছে আরেকবার।

পাপন papon

নতুন মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার পর সংবাদমাধ্যমের সাথে কথা বলেন পাপন। এ সময় তিনি বাংলাদেশকে নিকট ভবিষ্যতে ওয়ানডে র‍্যাংকিংয়ের পাঁচে দেখার আশাবাদ ব্যক্ত করেন।

Also Read - আবারও দেশের ক্রিকেটের অভিভাবক পাপন

পাপন বলেন, ‘গতবারই আমাদের লক্ষ্য ছিল পাঁচে যাওয়া। দুর্ভাগ্যজনকভাবে পারিনি। অল্প কিছুদিনের জন্য ছয়ে গিয়েছিলাম। এরপর আবার সাতে নেমে এসেছি। সাতে এখন পর্যন্ত আমাদের অবস্থানটা খুব মজবুত। আমার লক্ষ্য হচ্ছে সেরা পাঁচে যাওয়া। এটা আগের বারের চেয়ে খুব কঠিন। সামনে বেশির ভাগ খেলা আমাদের দেশের বাইরে। বাইরে যাতে ভালো খেলতে পারি, সেভাবেই আমাদের তৈরি হতে হবে।’

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের দৃষ্টিকটু ব্যর্থতার পেছনে অনেকেই দোষারোপ করছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। কারও কারও মতে, প্রধান কোচের অতিরিক্ত তদারকি ও প্রভাব বিস্তারই বুমেরাং হয়ে কাজ করছে।

তবে সংবাদমাধ্যমে প্রচারিত এমন খবরে কিছুটা বিরক্তই মনে হলো পাপনকে, ‘এগুলো আপনারা কেন বলেন আমি জানিনা। একটা সহজ বিষয় আপনাদের বুঝতে হবে। আমাদের যে কোচ আছেন তিনি প্রফেশনাল। আমি নিজেও একজন প্রফেশনাল। কাজেই যে ভাবে প্রফেশনালি চলা দরকার সেই ভাবেই চালাবো। আমাদের আগে যেটা ছিল যে বোর্ডের একটা প্রভাব থাকতো এসব বিষয়ে। এটা আমরা করিনা। এ জন্য যদি আপনারা মনে করেন যে তার (হাথুরুসিংহে) পাওয়ার বেড়ে গেছে তা ঠিক না। সারা দুনিয়াতেই এমন চলে।’

পাপন আরও বলেন, ‘এখানে আমাদের পছন্দ-অপছন্দ কিছু যায় আসেনা। ওরা একটা পরিকল্পনা করে যে, কোন খেলোয়াড়কে কোথায় খেলাতে হবে- সেখানে আমরা প্রভাব ফেলিনা। অনেকের ধারণা যে প্লেয়ার সিলেকশন কোচ করেন। আমি আপনাদের বার বার এ কথা বলছি, প্রথম হচ্ছে বাংলাদেশে কোন ছেলে খেলছে, খেলছে না এটা আমাদের কোচরা জানেনা। যেটা আমাদের নির্বাচকরা জানে।  তারাই ১৫ জনের একটা দল দেয়। সেই দলটি দেখে কোচ তার পরিকল্পনা করে। কিন্তু সত্যিকার অর্থে কিন্তু অধিনায়কই সকল চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে।’

আরও পড়ুনঃ তাসকিনের বিয়েঃ মাঠে স্বরূপে ফিরবেন তো?

Related Articles

সেঞ্চুরির জন্য রুবেলের প্রয়োজন ৩ উইকেট

মাইলফলকের সামনে মাশরাফি

শ্রীলঙ্কার মাটিতে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ জয়

Leave A Comment