SCORE

Trending Now

বিপিএল ফিক্সচারঃ চট্টগ্রাম পর্ব

Share Button

সিলেট পর্ব ও ঢাকা পর্বের প্রথম দফা শেষে বিপিএল এখন চট্টগ্রামে। আগামী ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের চট্টগ্রাম পর্ব, যার পর্দা নামবে ২৯ নভেম্বর।

বিপিএল ২০১৭ আসরের লোগো

৬ দিনব্যাপী এই পর্বে থাকছে মোট ১০টি ম্যাচ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে চিটাগং ভাইকিংস, যাদের ‘হোম ভেন্যু’ এই চট্টগ্রাম।

Also Read - বরফের উপর ক্রিকেট!

ঢাকার মতো চট্টগ্রামেও প্রতি দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর একটায়। দিনের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টায়। শুক্রবার সূচি পিছিয়ে যাবে এক ঘণ্টা করে।

এখন পর্যন্ত বিপিএলে অনুষ্ঠিত হয়েছে ২৪টি ম্যাচ। লিগ-পর্বের অর্ধেকের বেশি খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের চেয়ে দুই ম্যাচ বেশি খেলে ঢাকা ডায়নামাইটস আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স। আসরের অন্যতম জনপ্রিয় দল রংপুর রাইডার্স আছে পঞ্চম স্থানে। ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে যথাক্রমে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস। এই দুটি দলের বিপিএলের শেষ চারে ওঠার স্বপ্ন এবার বেশি কঠিনই।

একনজরে বিপিএলের চট্টগ্রাম পর্বের ফিক্সচারঃ

বিপিএলের চট্টগ্রাম পর্বের ফিক্সচার
বিপিএলের চট্টগ্রাম পর্বের ফিক্সচার

          

তারিখ            ম্যাচ                      সময় ভেন্যু
২৪ নভেম্বর, ২০১৭ খুলনা টাইটান্স-রংপুর রাইডার্স দুপুর দুইটা চট্টগ্রাম
২৪ নভেম্বর, ২০১৭ চিটাগাং ভাইকিংস-সিলেট সিক্সার্স সন্ধ্যা সাতটা চট্টগ্রাম
২৫ নভেম্বর, ২০১৭ কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস দুপুর একটা চট্টগ্রাম
২৫ নভেম্বর, ২০১৭ চিটাগাং ভাইকিংস-রংপুর রাইডার্স সন্ধ্যা ছয়টা চট্টগ্রাম
২৭ নভেম্বর, ২০১৭ চিটাগাং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস দুপুর একটা চট্টগ্রাম
২৭ নভেম্বর, ২০১৭ খুলনা টাইটান্স-রাজশাহী কিংস সন্ধ্যা ছয়টা চট্টগ্রাম
২৮ নভেম্বর, ২০১৮ রংপুর রাইডার্স-সিলেট সিক্সার্স দুপুর একটা চট্টগ্রাম
২৮ নভেম্বর, ২০১৭ খুলনা টাইটান্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স সন্ধ্যা ছয়টা চট্টগ্রাম
২৯ নভেম্বর, ২০১৭ চিটাগং ভাইকিংস-রাজশাহী কিংস দুপুর একটা চট্টগ্রাম
২৯ নভেম্বর, ২০১৭ কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস সন্ধ্যা ছয়টা চট্টগ্রাম

আরও পড়ুনঃ ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

Related Articles

বিপিএল প্রোডাকশন নিজেদের হাতে রাখতে চায় বিসিবি

দুঃখ প্রকাশ করলেন তামিম

কোড অব কন্ডাক্ট থেকে বেশি বলাতেই তামিমের শুনানি

‘অনেক মানুষের দোয়ায় রংপুর ট্রফি জিতেছে’

তামিমের শুনানি আজ