SCORE

সর্বশেষ

সিলেটের বোলারদেরই কৃতিত্ব দিলেন থারাঙ্গা

সিলেটের ভালো বোলিং, কিংবা ভালো ব্যাটিং, কিংবা ঢাকার ব্যাটিং স্বভাব-বিরুদ্ধ ধ্বস, কিংবা তাদের ম্রিয়মাণ বোলিং- পঞ্চম বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে ঢাকা ডায়নামাইটসের বড় ব্যবধানের পরাজয়ের কারণ হতে পারত সবগুলোই। তবে সিলেট সিক্সার্সের লঙ্কান ক্রিকেটার উপুল থারাঙ্গা জয়ের পেছনে কৃতিত্ব দিচ্ছেন তার দলের বোলিং ইউনিটকেই।

সিলেটের বোলারদেরই কৃতিত্ব দিলেন থারাঙ্গা
নাসিরের বলে উইকেট শিকারের পর সতীর্থদের সাথে থারাঙ্গার উল্লাস। ছবিঃ বিডিক্রিকটাইম

ম্যাচ শেষে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ খেতাব পাওয়া থারাঙ্গা বলেন, ‘বোলারদের কৃতিত্ব দিতেই হয়। ঢাকাকে ১৪০ রানের মধ্যে আঁটকে ফেলতে সক্ষম হয়েছে তারা। জয় দিয়ে আসর শুরু করে ভালো লাগছে।’

উপুল থারাঙ্গার সাথে আন্দ্রে ফ্লেচার ১৩৭ রানের লক্ষ্যে ছোটা সিলেটকে এনে দিয়েছিলেন উড়ন্ত সূচনা। এদের দুজনের ব্যাটে ভর করে উদ্বোধনী জুটিতে দলটি পায় ১২৫ রান। থারাঙ্গা অপরাজিত থেকে মাঠ ছাড়লেও ফিফটি হাঁকানোর পর বিদায় ঘটে ফ্লেচারের। এর আগে ফ্লেচারের ঝড়ো ব্যাটিংয়ের বিপরীতে থারাঙ্গা খেলছিলেন কিছুটা দেখেশুনে।

Also Read - বদলে গেল মাশরাফির জার্সি নম্বর!

থারাঙ্গা জানান, ফ্লেচারের কারণে সহজ হয়ে উঠেছিল তার ব্যাটিং- ‘সবাই ভালো খেলছে আজ, বিশেষ করে ফ্লেচার। ব্যাট আগ্রাসী ব্যাটিং আমার কাজ সহজ করে দিয়েছে।’  

বিপিএল শুরুর আগে শোনা গিয়েছিল, সিলেটের উইকেট হবে ব্যাটিং বান্ধব। তবে থারাঙ্গা জানালেন, কিছুটা ধীর ছিল উইকেট। যদিও একে আখ্যা দিচ্ছেন ‘ভালো’ বলেই।

থারাঙ্গা বলেন, ‘উইকেট আজ ভালোই ছিল। কিছুটা ধীর গতির হলেও আমাদের বোলাররা ভালো মানিয়ে নিয়েছে। আর আমাদের ব্যাটিংয়ের সময় বল ব্যাটে ভালো আসছিল।’

আগামীকাল (৫ নভেম্বর, রোববার) একই ভেন্যুতে দুপুর দুইটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে নাসির হোসেন-উপুল থারাঙ্গাদের দল সিলেট সিক্সার্স। বিপিএলের সিলেট পর্বের আটটি ম্যাচের মোট চারটি ম্যাচেই খেলবে এই অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটি। অন্য ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ নভেম্বর, যেখানে প্রতিপক্ষ যথাক্রমে রাজশাহী কিংস ও খুলনা টাইটান্স। দুটি ম্যাচই মাঠে গড়াবে সন্ধ্যা সাতটায়।

আরও পড়ুনঃ ঘুরে দাঁড়ানোর প্রত্যয় সাকিব-রনির

Related Articles

আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা দল

ব্যাটিং ধ্বস বাংলাদেশের, ফাইনালে শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজের শীর্ষ তিন

ভিন্ন ফরম্যাটে শ্রীলঙ্কার নেতৃত্বে চান্দিমাল-থারাঙ্গা

দুই ম্যাচ নিষিদ্ধ উপুল থারাঙ্গা