SCORE

Trending Now

আম্পায়ারিং নিয়ে ম্যাককালামের ‘অসন্তুষ্টি’

ঢাকা ডায়নামাইটসের কাছে ৪৩ রানে পরাজিত হয়ে চলমান একেএস বিপিএল ২০১৭ আসরের প্রথম রাউন্ড শেষ করলো রংপুর রাইডার্স। ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বে ঢাকার বিপক্ষে ম্যাচে লড়ার সময় বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের শিকার হতে হয়েছে রংপুর রাইডার্সকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আম্পায়ারিং নিয়ে নিজের হতাশার কথা ব্যক্ত করেন ম্যাককালাম।

রংপুরকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে ঢাকা

ঢাকার বিপক্ষে ম্যাচ হারার পর দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন ম্যাককালাম। এসময় ম্যাচ সংক্রান্ত বিষয়ে আলোচনার এক পর্যায়ে আম্পায়ারিং প্রসঙ্গটি ওঠে আসলে নিজের আপত্তির কথা জানান তিনি।

Also Read - সাক্ষাৎকার দিতে আসছেন সিমন্সও

আম্পায়ারিং প্রসঙ্গে ম্যাককালাম বলেন, ‘টুর্নামেন্ট যতই শেষ দিকে আসছে, আমার মনে হয়েছে আম্পায়ারিং আরও ভাল হওয়া উচিত। এ রকম উইকেটে সিদ্ধান্ত আপনার পক্ষে না গেলে বড় মূল্য দিতে হয়।’

দেশি আম্পায়ারদের বেশিরভাগ সিদ্ধান্তই এবারের আসরে বিতর্কিত তবে কি বিসিবির উচিত বিদেশি আম্পায়ারদের উপর গুরুত্ব দেওয়া এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমার মনে হয় না বাইরের আম্পায়ারদের ওপর এটা নির্ভর করছে। আমার মনে হয় বাংলাদেশেও বেশ ভাল আম্পায়ার আছে।’

বাংলাদেশের আম্পায়ারদের ওপর আস্থা রাখলেও বড় ম্যাচের ক্ষেত্রে সবদিক বিবেচনা করে আম্পায়ারদের মান অনুযায়ী নিয়োগ দেওয়া উচিত বলে মন্তব্য অভিজ্ঞ এই ক্রিকেটারের। ‘আমার মনে হয় সামনে বড় ম্যাচে চাপ থাকবে। এ সময় আম্পায়ারদের মানের দিকে একটু খেয়াল রাখা উচিত। অনেক মানুষ খেলা দেখছে পুরো দেশজুড়ে। আমাদের নিশ্চিত করতে হবে এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা ঠিক আছে। আমার মনে হয় দেশি আম্পায়াররাই কাজটা করতে পারে।’

এদিকে বিপিএলে অধিনায়ক হিসেবে ম্যাককালামের অভিষেকের দিন তামিম ইকবাল, মাশরাফি মুর্তজাদের পর উইকেটের মান নিয়েও প্রশ্ন তুলেন এই কিউই ক্রিকেটার। মিরপুরের উইকেট টি-টোয়েন্টির আদর্শ নয় জানিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় এটা খুব দুর্বল উইকেট ছিল। এখানে অনেক ভাল, বিশ্বমানের খেলোয়াড় আছে। এখানে সবাই রোমাঞ্চকর ক্রিকেট দেখতে চায়। আমার মনে হয় না তারা আজ এরকম কোনও ম্যাচ দেখতে পেরেছে। সামনে এরচেয়ে ভাল উইকেটে খেলা হওয়া উচিত।’


আরও পড়ুনঃ এবার সাক্ষাৎকার দিতে আসছেন সিমন্স

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

নিজের ক্যাচ মিসই সাকিবের কাঠগড়ায়

বিপিএলের নতুন চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

রেকর্ড গড়ার পাশাপাশি ছক্কার শতক ছুঁলেন গেইল

পরিসংখ্যানে ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স

পঞ্চম বিপিএলের শিরোপার লড়াইয়ে ঢাকা ও রংপুর

Leave A Comment