SCORE

Trending Now

উইকেটের পক্ষে সাফাই গাইলেন সুজনও

Share Button

বিপিএলের ঢাকা পর্বের উইকেট নিয়ে সাম্প্রতিককালে জলঘোলা কম হয়নি। খেলোয়াড়দের বেশিরভাগই দাঁড়িয়েছেন উইকেটের বিপক্ষে। তাদের দাবি- এই উইকেট নয় টি-২০ ফরম্যাটের উপযোগী। অন্যদিকে ঠিক বিপরীত মেরুতে অবস্থান বিসিবি কর্তাদের।

উইকেটের পক্ষে সাফাই গাইলেন সুজনও

এবার তাদের সঙ্গে যোগ দিলেন বিসিবির পরিচালক ও ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজনও। তিনিও সাফাই গাইলেন মিরপুরের ম্যাড়মেড়ে উইকেটের পক্ষেই।

Also Read - যেভাবে প্লে-অফে ঢাকা ডায়নামাইটস

বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে সুজন বলেন, উইকেট তৈরি করা কিউরেটরের কাজ। সে তার সেরাটা দিচ্ছে উইকেট তৈরি করতে। আমি বলব যে কালকে আমাদের শুরুটা ভালো হয়নি। কিন্তু সাকিব যেভাবে ব্যাট করেছে, তাতে উইকেটকে আমি দোষ দেব না। আমরা ভালো ব্যাট করতে পারিনি। বাজে শট খেলেছি।

তিনি বলেন, সুনীল নারাইনের আউটে আচমকা বাউন্স ছিল হয়ত, লুইস হিট উইকেট হল। ওদের ইনিংসেও একটা বল নিচু হলো। এরকম দুই একটা সব সময় হয়। উইকেটে এমন কোনো জুজু ছিল না। উইকেট খুব খারাপ বলব না আমি।

নিজের কোঠার পেছনে যুক্তি হিসেবে সুজন দেখিয়েছেন রাজশাহী কিংসকে ঢাকা ডায়নামাইটসের ৯৯ রানে পরাজিত করার ম্যাচের কথা, যেদিনের উইকেট নিয়ে এতো কথা সেদিন কিন্তু ঢাকা দু’শর উপর রান করেছে। তো বলতে পারবেন না উইকেট খারাপ।
পরিশেষে তিনিও প্রত্যাশা ব্যক্ত করেন ভালো উইকেটে খেলার। সুজন বলেন, ‘আমরা চাই যে ভালো উইকেটে খেলা হোক, ফ্ল্যাট উইকেটে খেলা হোক- যেখানে দুদলই স্বস্তি পাবে। আমরা আরও ভালো উইকেট ও ভালো একটা খেলা আশা করছি।

এদিকে বাজে আম্পায়ারিং ও আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, ‘ভুল সিদ্ধান্ত হয়। আমরা মনে করি এটা খেলার অংশ। আম্পায়ার্স রিপোর্ট একটা আমাদের কাছে আছে, আমরা বলতে পারি এটা হয়েছে, ওটা হয়েছে। কিন্তু দিনশেষে এটা আম্পায়ার্স কল। কিন্তু কোনো আম্পায়ার যদি বলে আমাদের বাজে দিন গেছে। এটা হতে পারে। কারণ তারা খালি চোখে দেখে।’

আরও পড়ুনঃ বাঁচা-মরার লড়াই খুলনা-রংপুরের

Related Articles

চ্যাম্পিয়নশিপ ধরে রাখার বারুদ আছে ঢাকার!

‘অফ দ্যা ফিল্ড ক্যাপ্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ’

সুজন-হ্যালসলদের প্রস্তুত থাকতে বললেন পাপন

‘আমরা আন্ডারডগ হয়ে খেলবো’

‘আমি হাথুরুর অনেক টেকনিকই জানি’