SCORE

Trending Now

ভালো খেলার জন্য সব করতে প্রস্তুত সৌম্য

হাথুরুসিংহে কোচ থাকা অবস্থায় সৌম্য সরকারকে নিয়ে আলোচনার অনেকটা জুড়েই ছিল বিতর্ক। বিশেষ করে ফর্ম হারিয়েও দলে যখন জায়গা হারাচ্ছিলেন না, অনেকেই চটে বসেছিলেন সৌম্য কিংবা হাথুরুসিংহে কিংবা দুজনেরই উপর।

রেকর্ডের হাতছানি সৌম্যকে

ফর্ম হারিয়ে নিজেকে খোঁজা বাংলাদেশি ওপেনার মঙ্গলবার মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের। সেখানে হাথুরুসিংহে, নতুন বছরের পরিকল্পনা এবং শ্রীলঙ্কা সিরিজ সম্পর্কে বিভিন্ন কথা বলেন সৌম্য।

Also Read - গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে সাকিব-মুশফিক

শ্রীলঙ্কা সিরিজে ভালো করার প্রত্যয় ব্যক্ত করে সৌম্য বলেন, ‘নতুন বছর। ওদের কোচও বদল হয়েছে, আমাদেরও হচ্ছে। টিমেরও প্ল্যান চেঞ্জ হবে। চাইবো যে নতুন বছরটা যাতে ভালো শুরু করতে পারি। মাঠে যারা ভালো খেলবো তাদের পক্ষেই যাবে ফল। ভালো খেলতে যা যা করা লাগে আমরা সেটা করবো।’

এদিকে বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়া হাথুরুসিংহে শ্রীলঙ্কাকে বাড়তি কোনো সুবিধা এনে দিতে পারবেন বলে মনে করেন না সৌম্য। তার ব্যাখ্যা, ‘আমার কাছে মনে হয় এভাবে ভাবলে বেশিদূর চিন্তা করা হয়ে যাবে। তিনি আমাদের সম্পর্কে বেশি জানেন। বেশি দিতে চাইবেন। বেশি নিতে গেলে হয়তোবা অনেকেই সেটা পূরণ করতে পারবে না। বেশি জানলেও সমস্যা। আর তিনি তো আর খেলবেন না, খেলবে প্লেয়াররা। আমরা ডমিনেট করতে পারলে ফল আমাদের দিকেই আসবে। আর ডমিনেট করার জন্য আমরাও নিশ্চয়ই প্ল্যান করবো। আমরাও তার (হাথুরুসিংহে) সম্পর্কে জানি। তিনিও জানেন। তো তিনি কি প্ল্যান করতে পারেন আমরা জানি।

দলে থাকা-না থাকা প্রসঙ্গে সৌম্য বলেন, ‘আমি যদি ভালো খেলি দলে থাকবো। কে পছন্দ করে না করে এগুলো তো জানি না। অনেক মানুষেরই কথা থাকতে পারে। কারণ একটা ক্লাসে স্যার সবাইকে পছন্দ করে না। যাকে পছন্দ করে না সে পেছনে লাগতেই পারে।’

সৌম্য আরও বলেন, ‘আমি যদি ভালো না খেলতাম টিমেও আসতাম না, আমাকে পছন্দও করতো না। আমি যদি স্কুলেই ভর্তি না হই আমাকে কিভাবে পছন্দ করবে। স্কুলে ভর্তি হওয়ার জন্য তো আমাকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষায় যখন ভালো করেছিলাম তখন কোচ আমাকে পছন্দ করেছে।

আরও পড়ুনঃ ওয়ানডেতেও কিউইদের কাছে হোয়াইটওয়াশ ক্যারিবীয়রা

Related Articles

শ্রীলঙ্কান কোচিং স্টাফে ভাঙনের সুর!

বোর্ড চাইলে প্রধান কোচ হবেন ওয়ালশ

মুমিনুলের চোখে হাথুরুই সেরা কোচ

সাকিবের অন্তর্ভুক্তি চাপ মনে করছেন না হাথুরু

কোচ না পাওয়ার পেছনে আইপিএলের দায় দেখছেন নাফীস