SCORE

Trending Now

মুখ খুলতে চাইছেন না সাব্বির

Share Button

শ্রীলঙ্কা সিরিজ ও ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। অনুশীলন ক্যাম্পে আছেন সাব্বির রহমান রুম্মনও, যিনি সাম্প্রতিককালের সবচেয়ে বেশি নেতিবাচক খবর যোগান দেওয়া ক্রিকেটার।

অর্ধশতক করে ফিরে গেলেন সাব্বির

সদ্য সমাপ্ত এনসিএলের শেষ রাউন্ড চলাকালে স্টেডিয়ামেই এক দর্শককে মারধর করে বড়সড় এক শাস্তির মুখে আছেন তারকা ক্রিকেটার সাব্বির। তার শাস্তি কী হবে, তা এখনও নিশ্চিত না হলেও শাস্তি যে হচ্ছে তা একপ্রকার নিশ্চিতই। তবে এমন দুঃসময়েও খুব একটা বোধোদয় নেই সাব্বিরের, তিনি আছেন নির্বিকার ভঙ্গিতেই।

Also Read - বাংলাদেশ-বধের জন্য মনোবিদও এনেছে শ্রীলঙ্কা!

মাঠে সবাইকে অনুশীলনে ব্যস্ত ভঙ্গিতে পাওয়া গেলেও দেখা নেই সাব্বিরের। বিতর্কের জন্ম দিয়ে সংবাদমাধ্যমও এড়িয়ে যেতে চাইলেন যতটা সম্ভব। স্বাভাবিকভাবে হেঁটে হেঁটেই যাচ্ছিলেন নিজের গাড়ির দিকে। সংবাদকর্মীরা কুশল বিনিময়ের পর ‘সেদিনের ঘটনা’-র আসল ব্যাপার জানতে চাইলে সাব্বির ছুঁড়ে দিলেন পাল্টা প্রশ্ন, ‘কোন ঘটনা?’ যেন কিছুই জানেন না তিনি!

জানানো হল, দর্শক পেটানো এবং আম্পায়ারের সাথে দুর্ব্যবহারের কথাই বলা হচ্ছে। এতে সাব্বিরের উত্তর, ‘আমি এখনো তেমন কিছুই জানি না। দেখি কথা হোক এ নিয়ে। এখনই কিছু বলতে পারবো না। কথা হলে জানাবো আপনাদের।’

একটি জাতীয় দৈনিককে মুঠোফোনে সাব্বির বলেন, ‘রিপোর্ট তো হয়েছে। এখন এ নিয়ে কথা বলতে চাইছি না। তবে পরে কথা বলবো।’

উল্লেখ্য, জাতীয় লিগের শেষ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচে মাত্র শূন্য রানে আউট হোন সাব্বির। এই ম্যাচ চলাকালীন সাব্বিরকে কোনো এক দর্শক তিরস্কার করেন। সাব্বির ফিল্ড আম্পায়ারদের অনুমতি নিয়ে কিছু সময়ের জন্য মাঠের বাইরে যান। এরপর সেই দর্শককে ডেকে এনে সাইড স্ক্রিনের পিছনে মারধর করেন। ঘটনাটি মাঠের আম্পায়ার ও ম্যাচ রেফারির কানে পৌঁছায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি বিষয়টি নিশ্চিত করে। যার ফলে ম্যাচ রেফারি তার রিপোর্টে সাব্বিরের বিরুদ্ধে দর্শক পেটানোর অভিযোগ আনেন।

আরও পড়ুনঃ জনরোষে ময়লার ট্রাকে স্টেডিয়াম ছেড়েছিলেন জহির আব্বাস!

Related Articles

রাতে মাঠে নামছে তামিম-সাব্বিরের জালমি

পিএসএলে সাব্বিরের ম্যাচের সময়সূচি

সাকিবের ইঞ্জুরিতে পিএসএলে সাব্বির

তরুণীদের সাথে ফেসবুক লাইভে এসে বিতর্কিত সাব্বির

র‍্যাংকিংয়ে অবনতি ব্যাটসম্যানদের, উন্নতি বোলারদের

Leave A Comment