SCORE

Trending Now

যেভাবে প্লে-অফে রংপুর রাইডার্স

এবারের বিপিএলে রংপুর রাইডার্স আসর শুরু করেছিল অন্যতম আলোচিত দল হিসেবে। যোগ্য দল হিসেবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি জায়গা করে নিয়েছে প্লে-অফে। তবে প্রত্যাশা অনুযায়ী দলটির প্লে-অফে জায়গা করে নেওয়া ততটা সহজ ছিল না।

জয়ের ধারায় ফিরল রংপুরও

প্রথমবারের মতো বিপিএলের পর্দা উঠেছিল সিলেটে, যেখানে রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ ছিল রাজশাহী কিংসের বিপক্ষে। প্রতাপ দেখিয়ে সেই ম্যাচে রংপুর জয়লাভ করে ৬ উইকেটে। তবে এরপরই দুঃসময় আসে দলটির। টানা ৩ ম্যাচে পরাজয় বরণ করে নেওয়ায় পৌঁছে যেতে হয় পয়েন্ট টেবিলের একদম তলানিতে।

Also Read - টি-টোয়েন্টিতে সাকিবের '২৫০'

যদিও সেই অবস্থার উত্তরণে খুব একটা সময় নেয়নি রংপুর। ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম দলের সাথে যোগ দিতেই পাল্টে যায় দলটির পারফরমেন্স। টানা কয়েকটি জয় তুলে নিয়ে এরপর ট্র্যাকে ফিরে মাশরাফিরা। এখন পর্যন্ত এবারের আসরে রোমাঞ্চকর ম্যাচগুলোর বেশিরভাগই উপহার দিয়েছে রংপুর। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট আর সেই সাথে মাশরাফির বিচক্ষণ অধিনায়কত্বে দলটিকে পৌঁছে দিয়েছে শেষ চারের লড়াইয়ে।

প্রথম কোয়ালিফায়ারে রংপুর মাঠে নামবে যে খুলনা বিপক্ষে, তাদের সাথে লিগ-পর্বে দুটি ম্যাচ খেলে এসেছে একটি জয় ও একটি পরাজয়। নকআউট ম্যাচের আগে দুই দলের মানসিক প্রস্তুতি তাই একই। একনজরে দেখে নেওয়া যাক, প্লে-অফে আসতে অর্থাৎ লিগ-পর্বে কেমন ছিল রংপুর রাইডার্সের পারফরমেন্স।

১ম ম্যাচ: রাজশাহী কিংসের বিপক্ষে ৬ উইকেটের জয়।
২য় ম্যাচ: চিটাগং ভাইকিংসের কাছে ১১ রানের পরাজয়।
৩য় ম্যাচ: রাজশাহী কিংসের কাছে ৮ উইকেটের পরাজয়।
৪র্থ ম্যাচ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ১৪ রানের পরাজয়।
৫ম ম্যাচ: সিলেট সিক্সার্সের বিপক্ষে ৭ রানের জয়।
৬ষ্ঠ ম্যাচ: ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৩ রানে জয়।
৭ম ম্যাচ: খুলনা টাইটান্সের কাছে ৯ রানের পরাজয়।
৮ম ম্যাচ: চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৩ উইকেটের জয়।
৯ম ম্যাচ: সিলেট সিক্সার্সের বিপক্ষে ৪ উইকেটের জয়।
১০ম ম্যাচ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৪ উইকেটের পরাজয়।
১১তম ম্যাচ: খুলনা টাইটান্সের বিপক্ষে ১৯ রানের জয়।
১২তম ম্যাচ: ঢাকা ডায়নামাইটসের কাছে ৪৩ রানের পরাজয়।

আরও পড়ুনঃ যেভাবে প্লে-অফে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

বাংলাদেশকে ম্যাচ জেতাতে চান মিঠুন

মাশরাফিকেই কৃতিত্ব দিলেন মিঠুন

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন আল-আমিন

‘প্রয়োজন’ ছিল তামিমের শাস্তি!

‘বিপিএল খেললে নিজের লেভেলটা বোঝা যায়’

Leave A Comment