SCORE

Trending Now

লঙ্কা সিরিজের মাঝেই হবে ট্রাই-নেশন

আগামী বছর ক্রিকেটীয় ক্যালেন্ডারে বাংলাদেশের ব্যস্ত সূচি। বছরের শুরুতেই একের পর এক ম্যাচ ঠাসা। জানুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজ ও শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, বাংলাদেশ মিলে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা।

লঙ্কা সিরিজের মাঝেই হবে ট্রাই-নেশন

নতুন খবর হচ্ছে, ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা সিরিজের মাঝখানে! অর্থাৎ শ্রীলঙ্কা সিরিজ শুরু হওয়ার পর শেষের আগে মাঝখানে থাকবে ত্রিদেশীয় সিরিজের সূচি!

Also Read - ভাগ্যকেই দুষছেন মিরাজ

আন্তর্জাতিক ক্রিকেটে সচরাচর এমন দেখা না গেলেও এবার দেখা যাবে এমনই। ত্রিদেশীয় সিরিজের দুটি দল বাংলাদেশ ও শ্রীলঙ্কা বলেই করা হচ্ছে এমনটি। শ্রীলঙ্কা তখন বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে এমনিতেই বাংলাদেশে থাকবে। ত্রিদেশীয় সিরিজ খেলতে পৃথকভাবে বাংলাদেশে আসতে হবে শুধু জিম্বাবুয়েকেই।

সেক্ষেত্রে প্রথমে মাঠে গড়াবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টি-২০ সিরিজ। এরপর ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে যোগ দেবে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজ শেষে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্ট সিরিজ।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও সাবেক ক্রিকেটার আকরাম খান গণমাধ্যমকে জানান, আগামী ২-১ দিনের মধ্যেই প্রকাশ করা হবে আয়োজনের পূর্ণ ফিক্সচার। তিনি বলেন, ‘আমরা দুই-এক দিনের মধ্যে ফিক্সার দিয়ে দিব। দুইটা টি-টোয়েন্টি তারপর ট্রাইনেশন তারপর দুইটা টেস্ট।’

ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজ শেষে বাংলাদেশ অবশ্য পাচ্ছে না বিশ্রামের সুযোগ। মার্চে বাংলাদেশ ও ভারতকে নিয়ে শ্রীলঙ্কা আয়োজন করেছে এক ত্রিদেশীয় সিরিজ, ‘নিদাহস ট্রফি’ নামের যেই টুর্নামেন্টটি আয়োজিত হবে দেশটির স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে। ৮ মার্চ শুরু হয়ে সিরিজ শেষ হবে ২০ মার্চ। ফাইনালের আগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ।

আকরাম খান বলেন, ‘আগামী বছরের মাঝে ওয়েস্ট ইন্ডিজ যাব। এটা সম্ভবত জুনের দিকে। এর আগে আমাদের অনেকগুলো খেলা আছে। আমরা স্টেপ বাই স্টেপ যাব।’

আরও পড়ুনঃ ‘আমি হাথুরুর অনেক টেকনিকই জানি’

Like
Like Love Haha Wow Sad Angry

Related Articles

রোমাঞ্চকর ম্যাচে আফগানদের হারাল জিম্বাবুয়ে

আফগানিস্তানের বিপক্ষে বিধস্ত জিম্বাবুয়ে

ফাইনালের প্রতিপক্ষের খোঁজে মাঠে নামছে বাংলাদেশ

বড় স্কোরের প্রত্যাশায়ই ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ

বাংলাদেশের জন্য জার্ভিসের শুভকামনা

Leave A Comment