SCORE

Trending Now

শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না কোনো হেড কোচ

কোনো নির্ধারিত হেড কোচ ছাড়াই আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। রোববার বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না কোনো হেড কোচ

প্রতীক্ষিত বোর্ড সভা শেষে পাপন বলেন, ‘এই সিরিজের জন্য কাউকে হেড কোচ করা কোন দরকার নেই। কাউকে হয়তো সিরিজটার জন্য দায়িত্ব দিতে পারি। আমাদের এখন যারা আছেন রিচার্ড হ্যালসেল, সুনিল যোশি, কোর্টনি ওয়ালশ…’

Also Read - মাঠের বাইরের নাটকে রিজার্ভ ডে'তে দ্বিতীয় কোয়ালিফায়ার

এর আগে ধারণা করা হয়েছিল, এই বোর্ড সভাতেই নির্ধারণ করা হবে- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ। ইতোমধ্যে ইংল্যান্ডের রিচার্ড পাইবাস ও ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করে বিসিবির কাছে সাক্ষাৎকার দিয়ে গেছেন। ক’দিনের মধ্যেই সাক্ষাৎকার দিতে দেখা যাবে অস্ট্রেলিয়ান জিওফ মার্শকেও, যিনি এই দু’জনের সাথে আছেন বিসিবির সামনে থাকা এতদিনের শর্ট লিস্টে।

তবে পাপন জানিয়েছেন, এই তিন কোচকে নিয়ে শর্ট লিস্ট করার পরও আরও অনেকে আগ্রহ দেখাচ্ছেন কোচ হওয়ার। এতে একটু খুশিই মনে হল দেশের ক্রিকেটের অভিভাককে।

পাপন বলেন, ‘সবচেয়ে বিস্ময়ের ব্যাপার গতকালকেও দুটো বায়োডাটা পেয়েছি। কাজেই আমরা রেসপন্স পাচ্ছি।

শর্ট লিস্টে একটু পরিবর্তন আসার আভাস দিয়ে তিনি আরও বলেন, আমরা পুরোটাই আজকে বোর্ডে আপডেট করেছি। অনেকের শর্তের সঙ্গে মেলে না, অনেকের টাইমের সঙ্গে মেলে না। তাই এই জিনিসগুলো করে শর্ট লিস্টেড নাম বোর্ডের কাছে এসেছে। এই বোর্ড মিটিং এর পরে আমরা আরও শর্ট লিস্টেড হয়ে গিয়েছি।

আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আশা প্রকাশ করে পাপন বলেন, শুধু যে দুজন আজকে দিয়েছে এবং আরেকজন যার সঙ্গে মোটামুটি সবই ঠিক হয়ে গেছে। তার পারিশ্রমিক এবং কবে জয়েন করতে পারবে সেই জিনিসটা যতক্ষণ নিশ্চিত না হবে, সেটার জন্য আমাদের আরও কয়েকটা দিন সময় লাগতে পারে। বাকিদের সঙ্গে কথা বলে খুব শিগগিরই কয়েকদিনের মধ্যে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসব।

আরও পড়ুনঃ চোট পেয়েছেন গেইল

Related Articles

টি-২০ কম বলেই বাংলাদেশের এমন সিদ্ধান্ত

মে মাসে আসছে নতুন কোচ

অবশেষে আসছে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন

এসিসির সভাপতি হচ্ছেন পাপন

আসছে বিপিএলে আমূল পরিবর্তন