SCORE

Trending Now

সুস্থ হওয়ার পথে সালমা খাতুন

Share Button

বাংলাদেশ নারী ক্রিকেট দলের উত্থানের পেছনে যে কয়জনের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাদেরই একজন সালমা খাতুন। অভিজ্ঞ ও প্রতিভাবান এই ক্রিকেটার সম্প্রতি অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। তবে স্বস্তির বিষয় এই, সালমা খাতুন এখন অনেকটাই সুস্থ।

ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শেষ করে গত রোববার ঢাকায় ফিরে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। দেশে ফেরার পর গত মঙ্গলবার খুলনা সফরে যান জাতীয় দলের অন্যতম কাণ্ডারি সালমা খাতুন। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Also Read - 'বিপিএল খেললে নিজের লেভেলটা বোঝা যায়'

সালমার কোচ ইমতিয়াজ হোসেন পিলুর মারফত তখন জানা যায়, খুলনায় পৌঁছানোর পর পেটে ব্যাথা অনুভব করতে থাকেন এই প্রমীলা ক্রিকেটার। অবস্থার অবনতি হলে পরে তাকে খুলনার স্থানীয় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে এখন সুস্থ আছেন সালমা। ধারণা করা হচ্ছিল, কিডনি জনিত সমস্যায় ভুগছেন এই তারকা নারী ক্রিকেটার। তবে আদৌ সেই জটিলতা বা সমস্যা রয়েছে কি না, তা জানা যায়নি এখনও। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে সালমার অসুস্থতার কারণ।

প্রাথমিক চিকিৎসা শেষে আজই (বৃহস্পতিবার) বাড়ি ফেরার কথা সালমার। সম্প্রতি তিনি জানিয়েছিলেন, ‘পেটের ব্যথায় দুই দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছি। এখন আমি অনেকটাই সুস্থ। বৃহস্পতিবার বাসায় ফিরব।’

এর আগে হাসপাতালে ভর্তির পরপর সালমা খাতুনের অসুস্থতা ও বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে গাজী মিজানুর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ গাজী মিজানুর রহমান জানান, নারী দলের এই ক্রিকেটারের কিডনিতে ইনফেকশন হতে পারে। তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে এমনটাই মনে হয়েছে জানিয়ে তিনি বলেছিলেন, ‘জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন গতকাল ভারত থেকে দেশের ফেরার পথেই কিডনিতে ব্যাথা অনুভব করেন। তিনি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি হলে তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসক দেখে জানিয়েছেন- তার কিডনিতে ইনফেকশন হতে পারে’

খুলনায় জন্ম নেওয়া ২৭ বছর বয়সী এই প্রমীলা ক্রিকেটারের সমস্যা ধরতে তৎক্ষণাৎ বেশ কিছু পরীক্ষা সম্পন্ন করা হয়। তবে নারী দলের এই অলরাউন্ডারকে নিয়ে চিন্তার কোন কারণ নেই বলে নিশ্চিত করা হয়েছে আগেই।

আরও পড়ুনঃ টেস্টের জন্য বিবেচনায় শান্ত!

Related Articles

হাসপাতালে ভর্তি নারী ক্রিকেটার সালমা খাতুন

Leave A Comment