SCORE

Trending Now

প্রধান নির্বাচকের সোহানকে দলে না রাখার কারণ ব্যাখ্যা

Share Button

বাংলাদেশ জাতীয় দলের মূল স্কোয়াডের নিয়মিত সদস্য না হলেও, গত কয়েকটি সিরিজে প্রাথমিক দলের নিয়মিত সদস্য ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তবে এবার তার আর সুযোগ মেলেনি আসন্ন ত্রিদেশীয় ও লঙ্কানদের বিপক্ষের সিরিজের প্রাথমিক দলে। ঠিক কি কারণে সোহানকে অন্তর্ভুক্ত করা হয়নি প্রাথমিক দলে তার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক।

প্রধান নির্বাচকের সোহানকে দলে না রাখার ব্যাখ্যা

ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজের জন্য ৩২ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বুধবার (২৭ ডিসেম্বর) থেকে আসন্ন সিরিজ দুটিকে সামনে রেখে অনুশীলনও শুরু করেছে তারা। একাধিক নতুন মুখ ডাক পেলেও কেন নেই সোহান, তার ব্যাখ্যায় মিনহাজুল আবেদীন নান্নু জানান সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সই ছিটকে দিয়েছে সোহানকে।

Also Read - মূল দলে খেলার স্বপ্ন সাদমানের

‘সোহানের ব্যাপারটা হলো, আমরা এনসিএলের পারফরম্যান্স দেখেছি। অনেকজন উইকেটকিপারের প্রতিযোগিতায় আছে। সবকিছু মাথায় রেখেই সিদ্ধান্তটা নেয়া হয়েছে। এমন না যে ও আমাদের নজরের বাইরে।’

প্রসঙ্গত এবারের প্রাথমিক দলে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিমের সাথে রয়েছেন লিটন দাস, এনামুল হক বিজয় ও মোহাম্মদ মিঠুন। বিপিএলের পারফরম্যান্স দিয়ে প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন মিঠুন। মূলত ব্যাট হাতে বিপিএলে জ্বলে ওঠলেও উইকেটের পেছনে গ্লাভস হাতেও নিজের নামের প্রতি সুবিচার করে চলেছেন তিনি। আর এ জন্যই বাড়তি উইকেটরক্ষক না নেওয়ার দিকে ঝুঁকেছেন নির্বাচকরা।

সোহানকে দলে অন্তর্ভুক্ত না করার ব্যাখ্যা দেওয়ার সাথে প্রাথমিক দলের তরুণ মুখ সাদমান ইসলামকে অন্তর্ভুক্ত করারও কারণ জানান টাইগারদের প্রধান নির্বাচক। লম্বা পরিসরের কথা মাথায় রেখেই সাদমানকে দলে সুযোগ দেওয়া হয়েছে নিশ্চিত করে তিনি বলেন,  ‘ও আমাদের এইচপির খেলোয়াড়। লংগার ভার্সনে আমরা কিছু ওপেনারের খোঁজে আছি। যেটা আমরা এইচপিতে দেখেছি এবং শেষ আয়ারল্যান্ড সিরিজে হোমে যেটা ‘এ’ দলের সঙ্গে খেলা হয়েছিল ওখানে যথেষ্ট ভালো করেছে লংগার ভার্সনে।’

এদিকে ত্রিদেশীয় সিরিজ চলাকালীন সময়ে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এজন্য ইতোমধ্যে চারটি ফ্র্যাঞ্চাইজি গড়ার কাজ ৮০ ভাগ সম্পন্ন করা হয়েছে বলেও এসময় জানান তিনি।


আরও পড়ুনঃ প্রথম দিন ‘মধুর সমস্যায়’ মেহেদি

Related Articles

সোহানের শতক, আলো ছড়ালেন শফিউল-রেজা

‘জোর দিতে চেয়েছি টিম স্পিরিটের ওপর’

সুখস্মৃতি নিয়ে মঙ্গলবার আইরিশদের মুখোমুখি বাংলাদেশ

দুই বছর পর মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল

সিলেট পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল

Leave A Comment